Hare to Whatsapp
শিক্ষার অর্থ হলো অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৬, : শিক্ষাই উন্নয়নের মূল চাবিকাঠি। জ্ঞান ও শিক্ষা ছাড়া কোনও জাতিই অগ্রসর হতে পারে না। ১৫ ডিসেম্বর বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। তিনি বলেন, অজ্ঞতা ও অশিক্ষার অন্ধকার ঘুচিয়ে আলোর দিশা দেখা সম্ভব একমাত্র শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে। এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার যৌথভাবে শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার অর্থ হলো জীবন, মুক্তি, স্বপ্ন এবং অন্ধকার থেকে আলোতে নিয়ে যাওয়া। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে বিভিন্ন দিশা নিয়ে কাজ করছে। বর্তমান সরকার এক বছরের মধ্যে ছাত্রছাত্রীদের ন্যাশনাল লেভেলের বিভিন্ন প্ৰতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে রাজ্যে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এনসিইআরটি পাঠক্রম চালু করেছে। রাজ্যের ২৯৫টি বিদ্যালয়ে কৃষি সহ বিভিন্ন বিষয়ের উপর ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। রাজ্যের মাধ্যমিক পরীক্ষায় শীর্ষ স্থানাধিকারী ৩০ জন ছাত্রছাত্রীদেরকে সরকারি অর্থে বহির্রাজ্যে বিভিন্ন বিষয়ের উপর পড়াশোনা করার সুব্যবস্থা করে দেওয়া হয়েছে সুপার থার্টি স্কিমের আওতায়। রাজ্যে বর্তমান প্রিপ্রাইমারি স্কুলের ব্যবস্থা রয়েছে ১১৮টি। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের ভিত্তিতে সারা রাজ্যে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একই প্রশ্নপত্রের ব্যবস্থা চালু করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বক্সনগর ব্লক এলাকায় সরকারি উন্নয়নমূলক বিভিন্ন কাজকর্মের বর্তমান রূপরেখা তুলে ধরে বলেন, ৫ কোটি টাকা ব্যয় করে বক্সনগরে মার্কেট শেড নির্মাণের কাজ চলছে। ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে মতিনগরে চলছে মার্কেট স্টল নির্মাণের কাজ, ২ কোটি ৫ লক্ষ টাকা ব্যয় করে মধ্য বক্সনগর মাদ্রাসা গার্লস হোস্টেল নির্মাণ করা হচ্ছে। তাছাড়া ২ কোটি ৫ লক্ষ টাকা ব্যয় করে বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হোস্টেল নির্মাণের কাজ চলছে। শিক্ষামন্ত্রী বলেন, ১ কোটি টাকা ব্যয় করে বক্সনগরে নির্মাণ করা হয়েছে ১টি মাদ্রাসা। ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে পুটিয়া হাইস্কুলের পাকা ভবন। ৪০ লক্ষ টাকা ব্যয় করে রহিমপুরে ও ৬৩ লক্ষ টাকা ব্যয় করে কলসীমুড়াতে নির্মাণ করা হয়েছে ২টি মসজিদ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান সুভাষ চন্দ্র সাহা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সঞ্জয় সরকার। স্বাগত বক্তব্য রাখেন বক্সনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল সদানন্দ দেববর্মা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।