Hare to Whatsapp
শিক্ষাক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর সরকার অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১৫, : রাজ্যে গুণগত শিক্ষার প্রসার ও শিক্ষাক্ষেত্রে উন্নত পরিকাঠামো গড়ে তোলার উপর সরকার অগ্রাধিকার দিয়েছে। শিক্ষার কোনও বিকল্প নেই। উন্নত মানবসম্পদ গড়ে তুলতে হলে গুণগত শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি। ১৪ ডিসেম্বর চড়িলাম ব্লকে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার গুরুত্ব অপরিসীম। ছাত্রছাত্রীদের এ বিষয়ে সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে। তাহলেই প্রকৃত শিক্ষা গ্রহণ সম্ভব হবে।
উল্লেখ্য, এই বিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে সময় লেগেছে ২ বছর। ব্যয় হয়েছে ৭ কোটি ২ লক্ষ ৫ হাজার টাকা। নবনির্মিত বিদ্যালয়ে শ্রেণীকক্ষ রয়েছে ২০টি। তাছাড়াও ১টি অডিটোরিয়াম, ১টি ডাইনিং হল, ২টি টিচার্স রুম, ১টি লাইব্রেরিও রয়েছে। গ্রামোন্নয়ন দপ্তর এই বিদ্যালয়টি নির্মাণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সিপাহীজলা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, জেলা শিক্ষা আধিকারিক হাবুল লোধ প্রমুখ। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রাম ও গ্রামীণ মানুষের উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র। সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে গ্রামীণ এলাকায় উন্নত পরিকাঠামো গড়ে তুলছে। এক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, শিক্ষা হলো সম্পদ। শিক্ষা মানে অন্ধকার থেকে আলোতে আসা। তিনি বলেন, শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের প্রকৃত মানুষ হিসেবে নিজেদের তৈরি করতে হবে। এই লক্ষ্যেই সরকার রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বিদ্যাজ্যোতি বিদ্যালয় আগামীদিনে উন্নত মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, শ্রেণীকক্ষ থেকেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তুলতে সরকার উদ্যোগ নিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে সবকটি বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের সামনে বাকদেবী সরস্বতীর মূর্তি বসানোর। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বিদ্যালয়ের স্থাপিত ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখী দাস কর। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণ্ময় ভৌমিক।