Hare to Whatsapp
স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে : ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ১১, : আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং প্রেক্ষাগৃহে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উদযাপন করা হয়। এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মূল ভাবনা হলো- ‘মর্যাদা, স্বাধীনতা ও সকলের জন্য ন্যায়'। ত্রিপুরা মানব অধিকার কমিশনের উদ্যোগে এ উপলক্ষে এক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা মানব অধিকার কমিশনের চেয়ারম্যান জাস্টিস স্বপন চন্দ্র দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, ত্রিপুরা লোকায়ুক্ত কমিশনের লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য, মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি ও ত্রিপুরা মানব অধিকার কমিশনের সচিব ডা. পি কে চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানের পর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এবারের ভাবনা নিয়ে অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন। প্যানেল ডিসকাশনে মানবাধিকার লঙ্ঘনের নানা দিক ও মানব অধিকার সুরক্ষার বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন জাস্টিস স্বপন চন্দ্র দাস, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে, ত্রিপুরা মানব অধিকার কমিশনের সদস্য বিমল কান্তি রায় ও সুবীর চন্দ্র সাহা, আইন সচিব বিশ্বজিৎ পালিত, জাতীয় ফরেনসিক ইউনিভার্সিটির ডিরেক্টর ড. এইচ কে প্রতিহারি ও রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সৌরভ ত্রিপাঠি।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে ত্রিপুরা মানব অধিকার কমিশনের চেয়ারম্যান জাস্টিস স্বপন চন্দ্র দাস বলেন, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র ঘোষণা করা হয়। সেই থেকে প্রতি বছর ১০ ডিসেম্বর সমগ্র বিশ্বে এই দিনটি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। তিনি বলেন, গণতন্ত্রের মূল চাবিকাঠি হলো সংবিধান। আইনের পরিধির মধ্যেই আমাদের সকলকে কাজ করতে হয়। যে আইনের দ্বারা মানুষ শাসিত হচ্ছেন সেই আইন সম্পর্কে মানুষকে সচেতন থাকতে হবে। বৃহত্তর মানব সমাজ হচ্ছে এক পরিবার। কোনও শ্রেণীবিভেদ নয়। আমরা সবাই সমান। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধরে রাখতে হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করে অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে বলেন, আজকের দিনটি একটি মহান দিন। মানুষের অধিকার রক্ষায় আমাদের সকলকে আরও সচেতন হতে হবে। আজকের দিনটির মর্যাদা আমাদেরকে অনুভব করতে হবে।
অনুষ্ঠানে লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য বলেন, একটি শিশু যখন জন্ম নেয় তখনই সে এই পৃথিবীতে বাঁচার জন্য অধিকার নিয়ে জন্মায়। এই অধিকারকে সুরক্ষিত রাখতে হবে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী বলেন, মানবাধিকার একটি খুব পরিচিত শব্দ। এই শব্দের মধ্যেই মানুষের অধিকারের গুরুত্ব নিহিত রয়েছে। মানবাধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করে তোলার পাশাপাশি এই দিনের গরিমা বজায় রাখতেও তিনি আহ্বান জানান। অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, ১৯৪৮ সাল থেকে 2022 এই সময়ে সমগ্র বিশ্বে অনেক পরিবর্তন এসেছে। মানব সভ্যতার অগ্রগতি হয়েছে। তবুও মানবাধিকারের বিষয়টি এখনও সমান প্রাসঙ্গিক। স্বাগত বক্তব্যে ত্রিপুরা মানব অধিকার কমিশনের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, মানবাধিকার দিবস একটি তাৎপর্যপূর্ণ দিন। মানবাধিকার রক্ষায় ত্রিপুরা মানব অধিকার কমিশন কাজ করছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উদযাপন উপলক্ষে পোস্টার প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। পোস্টার প্রতিযোগিতায় প্রথম হয়েছে ত্রিপুরা সরকারি আইন মহাবিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীরা। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা।