Hare to Whatsapp

স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার কাজ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ১০, : রাজ্যের মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য সামগ্রিক বিকাশে কাজ করে চলেছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে স্বচ্ছ নীতিতে বিশ্বাসী হয়েই সরকার সমস্ত ধরণের উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ৯ ডিসেম্বর ক্ষুদিরাম বসু ইংরেজী মাধ্যম বিদ্যালয় মাঠে আয়োজিত প্রথম রাজ্যস্তরীয় শহুরি সমৃদ্ধি উৎসবের ডিজিট্যালি উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্ৰী প্রফেসর (ডা.) মানিক সাহা। উল্লেখ্য, ৫ দিনব্যাপী এই উৎসব আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে রাজ্যের ২০টি শহর এলাকার স্বসহায়ক গোষ্ঠীর সদস্যরা তাদের উৎপাদিত পন্যসামগ্রী নিয়ে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল এই চিন্তাধারাকে পাথেয় করেই রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে স্বসহায়ক দলের সংখ্যা প্রায় ৯ গুণ বেড়েছে। যুক্ত হয়েছেন রাজ্যে ৩ লক্ষ ৪৫ হাজার মহিলা। তাদের ঋণ দেওয়া হয়েছে ৩৪৭ কোটি ৬১ লক্ষ টাকা। যার মাধ্যমে এই রাজ্যে মহিলাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এক অনন্য গতি লাভ করেছে। মুখ্যমন্ত্রী রাজ্যের সড়ক, রেল, ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার প্রভৃতি উন্নতির এক রূপরেখা সকলের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ইন্টারনেট স্ট্রেংথের দিক দিয়ে বিচার করলে ত্রিপুরা সারা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। বর্তমান সরকার ডিজিট্যাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের একেবারে অন্তিম পর্যায়ের ব্যক্তির সার্বিক কল্যাণে কাজ করছে।

অনুষ্ঠানে নগর উন্নয়ন মন্ত্রী মনোজকান্তি দেব বলেন, বর্তমান সরকার মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তিনি বলেন, এই সরকারের আমলে শহর এলাকায় স্বসহায়ক দলের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৪৬টি। মোট ২৬ হাজার ৪০০ জন মহিলা এই স্বসহায়ক দলগুলির সাথে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং জানান, এই উৎসবে মোট ৯০টি স্বসহায়ক দলের স্টল খোলা হয়েছে। এতে ৫টি বিভাগে স্বসহায়ক দলের উৎপাদিত বিভিন্ন সামগ্রী প্রদর্শিত করা হয়েছে। এসমস্ত সামগ্রী এখানে বিক্রয় করা হবে। তিনি আরও জানান, ২০১৮ সালের পর শহর এলাকার ১,৩০১টি স্বসহায়ক দলকে মোট ১৭ কোটি ২৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে বিভিন্ন স্বসহায়ক দলের সদস্যদের ১১কোটি ২৮ লক্ষ টাকা, ব্যক্তিগতভাবে ৩২১ জনকে ৫ কোটি ৩৩ লক্ষ টাকা, ৩,৭৫৪ জন স্ট্রিট ভেন্ডারকে ৪ কোটি ২৬ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঋণের চেক কয়েকজন সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে অতিথিগণ প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরী প্রকল্পে পাকা আবাস নির্মাণে উৎকর্ষতার জন্য ২০ জন সুবিধাভোগীর হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.