Hare to Whatsapp
বাজার গুলিতে ভীড় এড়াতে ঠেলা-ভেন্ডাররা শাক সবজি নিয়ে বিভিন্ন এলাকায় যাবে: মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৭, : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ স্বীকার করেছেন লকডাউনের প্রথমদিন পুলিশ বাড়াবাড়ি করেছে। তবে তাঁর ভাষায় "কিছু কিছু জায়গায়" এই বাড়াবাড়ি হয়েছে। পুলিশকে বলা হয়েছে এব্যাপারে যত্নবান হতে।
মাক্স সংকট প্রসঙ্গে তিনি সহজ দাওয়াই দিয়েছেন। তাঁর পরামর্শ ৪০ লক্ষ মাক্স সরবরাহ করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না।তাই সবাই যেন গামছা দিয়ে নাক,মুখ,কান ঢেকে রাখেন। তাহলেই ভাইরাস সংক্রমণ রোধ করা সম্ভব হবে।
বাজার গুলিতে ভীড় এড়ানোর পরামর্শ দিয়ে মুখ্যমন্তী জানান ভেন্ডার লাইসেন্স দেয়া হয়েছে।এরা শাক সবজি নিয়ে বিভিন্ন এলাকায় যাবে এবং এদের কাছ থেকে শাক সবজী কেনার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
লকডাউনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন বিভিন্ন হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের আত্নীয় স্বজনের কাছে দুবেলা খাবার পৌঁছে দেবে পুলিশ।ধর্মনগরে আজ থেকেই এই পরিষেবা পুলিশ শুরু করে দিয়েছে। আগামীকাল থেকে এই পরিষেবা রাজ্যের সব্এ শুরু হবে বলে মুখ্যমন্তী জানিয়েছেন।তিনি ঘোষনা দেন যে দারিদ্র্য সীমার উপরে থাকা পন্চাশ হাজার পরিবার ও এখন অতিরিক্ত চাল পাবেন রেশন সপ থেকে।
মুখ্যমন্ত্রী আরো কিছু ঘোষণা দিয়েছেন।