Hare to Whatsapp
ইয়োরোপের বাইরের দেশগুলির বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গবেষকদের মধ্যে উদ্ভাবনী ও মেধা শক্তির প্রতিযোগিতায় এবছর ভারত-সেরার স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার কৃতি গবেষক
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ডিসেম্বর ৫, : ত্রিপুরার যুবক বর্তমানে গান্ধীনগর (গুজরাট) আই আই টি'র 'টু ডাইমেনশন্যাল ম্যাটেরিয়ালস' এবং ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং-এর গবেষক শতদ্রু চক্রবর্তী গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সুনামঅর্জনকরেছেন। শতদ্রু ত্রিপুরার লেখক-সাংবাদিক পুলক চক্রবর্তী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কলেজ শিক্ষিকা অলকানন্দা চৌধুরির একমাত্র সন্তান ।
ইয়োরোপীয়ান কমিশনের অ্যাকাডেমিক সংস্থা ইউরাক্সেস (URAXESS) আয়োজিত 'সায়েন্স স্লাম-২০২২'র ভারতীয় শাখা চেন্নাইয়ে এবার এই প্রতিযোগিতার আয়োজন করে । এটি তাদের ভারতে দশম আয়োজন। প্রাথমিক পর্বে আগস্ট থেকে অক্টোবর মাস অবধি ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষকদের, তাদের গবেষণার বিষয় নিয়ে সৃজনশীল ও মৌলিক ভিডিয়ো ক্লিপ পাঠাতে বলেছিল 'ইউরাক্সেস'। শতদ্রুর 'লাইট, শিটস এন্ড দ্য কুয়েস্ট ফর হাইড্রোজেন' বিষয়ক ভিডিয়োটি চূড়ান্ত পর্বে দেশ বিদেশের বিচারক মন্ডলীর রায়ে 'চ্যাম্পিয়ন' শিরোপা দখল করে নেয় । উল্লেখ করা যেতে পারে, প্রথমে যোগ্যতা অর্জনকারী ও নির্বাচিত সেরা পাঁচ প্রতিযোগীকেই তাদের ভিডিয়ো প্রদর্শনের মাধ্যমে পুরো বিষয়টি মঞ্চে দশ মিনিটের মধ্যে দর্শক, শ্রোতা ও বিচারকদের 'ওরাল প্রেজেন্টেশন'-এ বোঝাতে হয়েছে। গতকাল বিকালে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স দূতাবাস পরিচালিত চেন্নাইয়ের অত্যাধুনিক 'অ্যাঁলাইয়েন্স ফ্র্যাঁন্সয়াইজি' প্রেক্ষালয়ে।
আমজনতার সাথে বিজ্ঞান ও প্রযুক্তির নিবিড় সংযোগ স্থাপনের লক্ষ্যে ইউরাক্সেস আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন-গবেষক পুরস্কার হিসেবে তাঁর পছন্দের যে কোনো সেরা ইয়োরোপীয়ান বিশ্ববিদ্যালয়ে 'আমন্ত্রিত গবেষক' হিসেবে যেতে পারবেন । তাঁর যাবতীয় ব্যয় ভার বহন করবে ইউরাক্সেস এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ।
প্রসঙ্গত, শতদ্রু আগরতলা হলিক্রস স্কুলের ছাত্র। বি.টেক. করেছেন এনআইটি (আগরতলা) থেকে। এম.টেক করেছেন আইআইটি,গৌহাটি থেকে। পিএইচডি করেছেন গান্ধীনগ (গুজরাট) থেকে।