Hare to Whatsapp

ইয়োরোপের বাইরের দেশগুলির বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রের গবেষকদের মধ্যে উদ্ভাবনী ও মেধা শক্তির প্রতিযোগিতায় এবছর ভারত-সেরার স্বীকৃতি পেয়েছে ত্রিপুরার কৃতি গবেষক

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ডিসেম্বর ৫, : ত্রিপুরার যুবক বর্তমানে গান্ধীনগর (গুজরাট) আই আই টি'র 'টু ডাইমেনশন্যাল ম্যাটেরিয়ালস' এবং ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং-এর গবেষক শতদ্রু চক্রবর্তী গবেষণা ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সুনামঅর্জনকরেছেন। শতদ্রু ত্রিপুরার লেখক-সাংবাদিক পুলক চক্রবর্তী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং কলেজ শিক্ষিকা অলকানন্দা চৌধুরির একমাত্র সন্তান ।

ইয়োরোপীয়ান কমিশনের অ্যাকাডেমিক সংস্থা ইউরাক্সেস (URAXESS) আয়োজিত 'সায়েন্স স্লাম-২০২২'র ভারতীয় শাখা চেন্নাইয়ে এবার এই প্রতিযোগিতার আয়োজন করে । এটি তাদের ভারতে দশম আয়োজন। প্রাথমিক পর্বে আগস্ট থেকে অক্টোবর মাস অবধি ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি গবেষকদের, তাদের গবেষণার বিষয় নিয়ে সৃজনশীল ও মৌলিক ভিডিয়ো ক্লিপ পাঠাতে বলেছিল 'ইউরাক্সেস'। শতদ্রুর 'লাইট, শিটস এন্ড দ্য কুয়েস্ট ফর হাইড্রোজেন' বিষয়ক ভিডিয়োটি চূড়ান্ত পর্বে দেশ বিদেশের বিচারক মন্ডলীর রায়ে 'চ্যাম্পিয়ন' শিরোপা দখল করে নেয় । উল্লেখ করা যেতে পারে, প্রথমে যোগ্যতা অর্জনকারী ও নির্বাচিত সেরা পাঁচ প্রতিযোগীকেই তাদের ভিডিয়ো প্রদর্শনের মাধ্যমে পুরো বিষয়টি মঞ্চে দশ মিনিটের মধ্যে দর্শক, শ্রোতা ও বিচারকদের 'ওরাল প্রেজেন্টেশন'-এ বোঝাতে হয়েছে। গতকাল বিকালে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয়েছে ফ্রান্স দূতাবাস পরিচালিত চেন্নাইয়ের অত্যাধুনিক 'অ্যাঁলাইয়েন্স ফ্র‍্যাঁন্সয়াইজি' প্রেক্ষালয়ে।

আমজনতার সাথে বিজ্ঞান ও প্রযুক্তির নিবিড় সংযোগ স্থাপনের লক্ষ্যে ইউরাক্সেস আয়োজিত এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন-গবেষক পুরস্কার হিসেবে তাঁর পছন্দের যে কোনো সেরা ইয়োরোপীয়ান বিশ্ববিদ্যালয়ে 'আমন্ত্রিত গবেষক' হিসেবে যেতে পারবেন । তাঁর যাবতীয় ব্যয় ভার বহন করবে ইউরাক্সেস এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ।

প্রসঙ্গত, শতদ্রু আগরতলা হলিক্রস স্কুলের ছাত্র। বি.টেক. করেছেন এনআইটি (আগরতলা) থেকে। এম.টেক করেছেন আইআইটি,গৌহাটি থেকে। পিএইচডি করেছেন গান্ধীনগ (গুজরাট) থেকে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.