রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, এপ্রিল ৪, : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও পরিষেবার উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। নাগরিকদের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে সরকার নতুন নতুন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। ৩ এপ্রিল আগরতলার জ্যাকশন গেইট সংলগ্নে ২,৩১২ বর্গ মিটার পরিসরে ৫০ শয্যাবিশিষ্ট আরবান কমিউনিটি হেলথ সেন্টারের (আগরতলা সিভিল হাসপাতাল)ভিত্তিপ্রস্তর স্থাপন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালটির কাজ আগামী ৬ মাসের মধ্যে শেষ হবে। এর দেখাশোনার দায়িত্বে রয়েছে আগরতলা পুরনিগম। আগরতলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এই হাসপাতালে শহরের সাধারণ নাগরিক, ব্যবসায়ী, শহরতলী এবং দূরদুরান্ত থেকে বিভিন্ন কাজে আগরতলায় আগত মানুষজন, শ্রমিক স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারবেন। এরফলে নিকটবর্তী আইজিএম হাসপাতালে রোগীর চাপ অনেকটাই কমবে। তিনি আরও বলেন, দেশের অন্যান্য বড় শহর বিশেষ করে মুম্বাইতে পুরনিগম পরিচালিত এই ধরণের হাসপাতাল রয়েছে। তাই আগরতলায়ও পুরনিগম পরিচালিত হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাসপাতালে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ওপিডি পরিষেবা থাকবে। মেডিসিন, প্রসূতি, দন্ত ইত্যাদি বিভাগগুলির পরিষেবা গ্রহণের সুবিধা থাকবে। এই হাসপাতালকে কেন্দ্র করে জ্যাকশন গেইট এলাকায় কর্মসংস্থানের সুযোগ যেমন সৃষ্টি হবে তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে সার্বিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাজ্যের বর্তমান সরকারও প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় কাজ করে চলেছে। সম্প্রতি স্বাস্থ্য দপ্তর, রোগী কল্যাণ সমিতি এবং রোটারী ক্লাবের যৌথ ব্যবস্থাপনায় জিবি হাসপাতালে রোগীর পরিজনদের জন্য প্রতিদিন ১০ টাকার বিনিময়ে দুপুরের খাবার চালু করা হয়েছে। চিকিৎসার জন্য দূরদুরান্ত থেকে আগরতলায় আগত রোগীর পরিজনরা যাতে স্বল্প খরচে রাত্রিযাপন এবং খাবার খেতে পারে তার জন্য এবারের বাজেটে ভারতমাতা ক্যান্টিন ও নাইট শেল্টার স্থাপনের সংস্থান রাখা হয়েছে। আজকের অনুষ্ঠানে এছাড়াও ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব প্রমুখ।

আরও পড়ুন...


Post Your Comments Below

নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।

বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।

Free Download Avro Keyboard

Fields with * are mandatory





Posted comments

Till now no approved comments is available.