Share Whatsapp

৯ ও ১০ ডিসেম্বর ত্রিপুরায় অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ৩০, : ত্রিপুরায় ৯ ও ১০ ডিসেম্বর ২০২২-এ অষ্টলক্ষ্মী সন্ত বিচার সম্মেলন অনুষ্ঠিত হবে। এবং এই সম্মেলনটি হবে বাসুধৈব কুটুম্বকম এর প্রতীক হিসাবে। শনিবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী শ্রী যীষ্ণু দেব ভার্মা একথা জানিয়েছেন। এই সম্মেলনের আয়োজনের মাধ্যমে উত্তরপূর্ব এর রাজ্য গুলিতে আধ্যাত্মিক চিন্তাভাবনা জাগ্রত করার চেষ্টা হবে।

ত্রিপুরা সরকারের পর্যটন বিভাগ, অমরবাণী ইভেন্ট ফাউন্ডেশন এবং ইন্ডাস মুন প্রাইভেট লিমিটেড এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। ৯ই ডিসেম্বর আগরতলায় এই সম্মেলনের আয়োজনের জোর প্রস্তুতি চলছে৷

উদ্যোগক্তারা জানিয়েছেন এই সমাবেশের মাধ্যমে সর্বে ভবন্তু সুখীনা সার্ভে সন্তু নিরাময় বার্তা দেওয়া হবে। এই সংস্থার চেয়ারম্যান বিচারপতি ড. মদন মহারাজ। এই সম্মেলনে উত্তর-পূর্ব রাজ্যের সাধু সাহিত্যের পণ্ডিতরা অংশ নেবেন এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সম্মেলনে বিদেশী বুদ্ধিজীবীদের দ্বারা আধ্যাত্মিকতার উপর সেমিনার এবং উত্তর-পূর্ব রাজ্য গুলির লোকশিল্পের উপস্থাপনা হবে। সম্মেলনের সভাপতিত্ব করবেন ত্রিপুরার চিত্ত মহারাজ।

দিল্লীতে ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এক সাংবাদিক সম্মেলনে এখবর দিয়ে বলেন, আমরা ত্রিপুরায় অষ্টলক্ষ্মী সন্তবিচার সম্মেলন আয়োজন করছি, যাতে দেশের অন্যান্য অঞ্চলও এই সাধুসন্ত ও তাদের সাহিত্য সম্পর্কে জানতে পারে।তিনি আরও বলেন, স্বাধীনতার আগে ভারতে বহু আগ্রাসন সত্ত্বেও আমাদের ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহ্য টিকে আছে। এছাড়াও, এই সাধুসন্ত বৈঠকের উদ্দেশ্য হল ভারতের অন্যান্য অঞ্চলের লোকেদের জানানো যে উত্তর-পূর্ব এর রাজ্য গুলিতে অনেক মন্দির এবং উপাসনালয় রয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.