Hare to Whatsapp
গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ৩০, : গ্রাম সমৃদ্ধ হলেই দেশ উন্নত হবে। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে বর্তমান সরকার গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রাধিকার দিয়েছে। পাশাপাশি গ্রামীণ এলাকায় গড়ে তোলা হচ্ছে উন্নত পরিকাঠামো। ২৮ নভেম্বর লালসিংমুড়া গ্রামপঞ্চায়েতে গ্রামদিবস অনুষ্ঠানের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতির বিকাশে সরকার মহিলাদের স্বনির্ভর করে তোলার উপর অধিক গুরুত্ব দিয়েছে। এই লক্ষ্যে গ্রামীণ মহিলাদের স্বসহায়ক দলের মাধ্যমে স্বনির্ভর করে তোলা হচ্ছে। তিনি বলেন, প্রতি ঘরে সুশাসন অভিযানে বিভিন্ন প্রকল্প ও পরিষেবার সুযোগ গ্রামীণ এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
লালসিংমুড়া গ্রামপঞ্চায়েতে গ্রামদিবস অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বাইসাইকেল, গর্ভবতী মহিলাদের পুষ্টি প্রকল্পের কিট ও স্বনির্ভর দলগুলির হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন। এ উপলক্ষে গ্রামপঞ্চায়েতে কৃষি, স্বাস্থ্য সহ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়।