Hare to Whatsapp
খেলাধুলা সৌভ্রাতৃত্ব গড়ার মধ্য দিয়ে জাতীয় সংহতিকে সুদৃঢ় করে : ক্রীড়ামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৮, : খেলাধুলা সৌভ্রাতৃত্ব গড়ার মধ্য দিয়ে জাতীয় সংহতিকে সুদৃঢ় করে। খেলাধুলার মাধ্যমে নেশাকে দূরে রাখা সম্ভব। রাজ্যের বর্তমান সরকারও নেশার বিরুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়ে চলছে। এতে অনেকটা সফলতাও এসেছে। ২৭ নভেম্বর উমাকান্ত মিনি স্টেডিয়ামে এমএল প্লাজা রাখাল স্মৃতি নকআউট ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া ও যুববিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত এমএল প্লাজা রাখাল স্মৃতি নকআউট ফুটবলের ফাইনালে আজ এগিয়ে চলো সংঘ ২-১ গোলে ফরোয়ার্ড ক্লাবকে পরাজিত করে চেম্পিয়ানের শিরোপা অর্জন করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুশান্ত চৌধুরী আরও বলেন, রাজ্য সরকার নেশা বিরোধী অভিযানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই অভিযানে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তিনি বলেন, খেলাধুলার পরিকাঠামো উন্নতিতেও সরকার উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৫ কোটি টাকা ব্যয়ে সিন্থেটিক অ্যাস্টোটার্ফ ফুটবল মাঠ তৈরী করা হয়েছে। এরকম আরও ৭টি অ্যাস্টোটার্ফ মাঠ আগামী কিছু দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন স্থানে তৈরী করা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিএফএ'র সহসভাপতি চঞ্চল নন্দী, এমএল প্লাজা'র কর্ণধার রতন সাহা প্রমুখ।