Hare to Whatsapp
ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হল ত্রিপুরাইনফো-র মেগা ক্যুইজ ২০২২
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৮, : এবছরের ত্রিপুরাইনফো ডটকম ও বেশ কিছু সহযোগী সংস্থার সহায়তায় আয়োজিত অল ত্রিপুরা মেগা ক্যুইজ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গতকাল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মানবাধিকার ও পুলিশ একাউন্টেবিলিটি কমিশন এর চেয়ারপার্সন এস সি দাস, পিসিসিএফ কে এস শেঠী, প্রধান নির্বাচন কর্মকর্তা কিরণ গিত্যে, সচীব অভিষেক সিংহ, ও এন জি সি-র চিপ জেনারল ম্যানেজার পঙ্কজ রায় মণ্ডল, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, প্রফেসর মিহির দেব, হোটেল পোলো টাওয়ার-এর জেনারেল ম্যানেজার শ্রী গুঞ্জন কুমার প্রমুখ।
প্রতি বছরের ন্যায় এবছরও ক্যুইজ মাস্টার হিসাবে ছিলেন এই অনুষ্ঠানের সহযোগী সংস্থা এবং স্কুল অব সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য এবং রাজ্যের প্রখ্যাত ক্যুইজ মাস্টার শ্রী নন্দু পানিক্কর। তাছাড়া হায়দ্রাবাদ থেকে এসেছেন দেশের স্বনামধন্য ক্যুইজ মাস্টার ভরত জৈন। গোটা ইভেন্টটি পরিচালনা করেছেন গোল্ডেন মাইক পুরস্কারপ্রাপ্ত দেশের স্বনামধন্য রেডিও জকি কলকাতা থেকে আগত প্রবীন শেঠিয়া । সাথে ছিলেন রাজ্যের উদীয়মান এনকর সরিতা সিনহা।
উদ্দ্যোক্তারা এক বিবৃতিতে এখবর দিয়ে জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে দুপুর সাড়ে বারোটায়। এবং চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছিল বিকাল পাঁচটায়। পুরস্কার বিতরনী পর্ব সন্ধ্যা সাড়ে আটটায়।
উদ্দ্যোক্তারা বিবৃতিতে আরও জানিয়েছেন, এবছর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হয়েছেন যথাক্রমে রঞ্জন পাল ও দেবাঙ্কুর ভৌমিক, রাজেশ বণিক ও দিলীপ কুমার রায়, শুভম দেবনাথ ও জয়দীপ অধিকারী।
অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেছেন গত ১৭ বছর ধরে নানা বাধা বিপত্তি ও কঠিন পরিস্থিতির মধ্যেও ক্যুইজের মতো একটি অনুষ্ঠানকে ধারাবাহিক ভাবে চালিয়ে যাওয়া কম কথা না। এর জন্যে তিনি ত্রিপুরাইনফো ডটকমকে ধন্যবাদ জানান। পাশাপাশি এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে যেসব সরকারী ও বেসরকারি সংস্থা এগিয়ে এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ভবিষ্যতেও অনুষ্ঠানটিকে চালিয়ে যেতে ফের একবার উগ্যোক্তাদের অনুরোধ রেখেছেন। ভাষণ প্রসঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের ইতিহাসকে বিকৃত করার এবং কিছু কিছু ক্ষেত্রে মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে। এব্যপারে তিনি সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী রামপ্রসাদ পাল বলেছেন, গত বছরও আমি এই অনুষ্ঠানে এসেছিলাম। এবং আমার খুবই ভাল লেগেছিল। এবছরও উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এধরনের অনুষ্ঠান থেকে ছোটদের পাশাপাশি বড়দেরও অনেক কিছুই শেখার রয়েছে। তিনি আরও বলেন, ত্রিপুরাইনফো যেন এই অনুষ্ঠানটা আগামীদিনেও জারী রাখে। রামপ্রসাদ পাল - এর মতে এটা শুধু ক্যুইজ অনুষ্ঠান নয় মিলনেরও উৎসব।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবারও নগদ অর্থ রাশি সহ শতাধিক বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ছিল। এবছর দর্শকাসনে বসে সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ‘কুইজার- ২০২২’-এর পুরস্কার পেয়েছেন শ্রী অভিনব জসওয়াল, রামকৃষ্ণ মিশন স্কুল। পুরস্কার হিসাবে তাকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানের অন্তিম পর্বে র্যাফেল রাউন্ডে একটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নগদ দশ হাজার টাকার পুরস্কার জিতেছেন শ্রী শ্রেয়াস্কর চক্রবর্তী, এন আই টি, আগরতলা।