Hare to Whatsapp
১০৩২৩ শিক্ষক মামলার আজ ফের শুনানী হবে সুপ্রিম কোর্টে, করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির আশায় শিক্ষকরা
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৭, : ১০৩২৩ শিক্ষকদের ছাঁটাই মামলাটি ফের একবার শুনানীর জন্য আজ সুপ্রিম কোর্টে উঠছে। আজ দুপুর একটার পরে সুপ্রিম কোর্টে শুনানী শুরু হতে পারে।
প্রাপ্ত খবরে জানা গেছে, অজয় দেববর্মা ও বিজয় কৃষ্ণ সাহা নামে দুই শিক্ষক ১০৩২৩ শিক্ষকদের শিক্ষকতার চাকুরীতে বহাল রাখার ব্যাপারে মোট পাঁচটি মামলা করেছেন সুপ্রিম কোর্টে। এই মামলাগুলিই আজ জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে শুনানী হবে।
জানা গেছে, রাজ্য সরকার গতকাল বিকাল পর্যন্ত এই মামলার ব্যাপারে সুপ্রিম কোর্টে লিখিত কোন বক্তব্য জমা করেনি। যতদূর জানা গেছে ত্রিপুরা সরকার দিল্লীতে সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীকে আপাতত এই মামলার বিরোধিতা না করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার তাই মেনে নেবে এমন বক্তব্যই সুপ্রিম কোর্টের কাছে রাখা হতে পারে।
ইতিপূর্বে রাজ্য শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন রাজ্য সরকার ছাঁটাই ১০৩২৩ শিক্ষকদের অন্য দপ্তরে অশিক্ষক পদে চাকুরী দিতে ইন্টার লোকেটরী এপ্লিকেশন (আই.এ) জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। সেই আবেদন এখনো সুপ্রিম কোর্টে জমা পড়েনি। এই অবস্থায় আজ সুপ্রিম কোর্ট কি রায় দান করে এদিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট সবাই।
জানা গেছে, ১০৩২৩ শিক্ষকরা চাইছেন চূড়ান্ত রায় সুপ্রিম কোর্ট আজ না দিলেও আদালত যেন আপাতত তাদের চাকুরী কিছুদিনের জন্য এক্সটেশান দিয়ে দেয়। ধারনা করা হচ্ছে আজ বিকাল চারটার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে এসম্পর্কে কোন একটি সিদ্ধান্ত আসতে পারে।