Hare to Whatsapp
রাজ্য সরকার ধারাবাহিকভাবে কৃষকদের উন্নয়নে কাজ করছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, ২৫ , : বিশালগড় মহকুমার গোলাঘাটি কমিউনিটি হল প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ২৪ নভেম্বর পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার ও রুরাল কালেকশন সেন্টারের উদ্বোধন করেন। উদ্বোধকের ভাষণে তিনি বলেন, বর্তমান রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় ধারাবাহিকতার সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করে চলেছে। কৃষকদের আত্মনির্ভর হওয়ার জন্য বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ১৭টি শস্য মজুত কেন্দ্র, কৃষক জ্ঞানার্জন কেন্দ্র ইত্যাদি স্থাপন করা হয়েছে। তিনি বলেন, কৃষকদের উদ্বৃত্ত ফসল শস্য মজুত কেন্দ্রে স্বল্প টাকায় সংরক্ষণ করে রাখা যাবে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে কৃষিমন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিগণ মাঠে বীজ বপন ও অন্যান্য কর্মসূচিতে যোগদান করছেন যা কৃষকদের মনোবল বৃদ্ধি করবে। সারা রাজ্যেই কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করা হচ্ছে। বর্তমানে রাজ্যের কৃষকদের উৎপাদিত ফসল বর্হিরাজ্যেও রপ্তানী হচ্ছে। যার ফলে বর্তমানে রাজ্যের কৃষকগণ অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র কৃষক বান্ধবই নয় কিভাবে কৃষকদের কাছে সরকারি সুযোগ সুবিধা পৌছে দেওয়া যায়, কৃষকদের রোজগার বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, কৃষকদের উন্নত প্রথায় চাষাবাদে দক্ষ করে তুলতে রাজ্যে কৃষক বন্ধু কেন্দ্র, কৃষক পাঠশালা, কৃষি জ্ঞান অর্জনকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার তুলনায় সিপাহীজলা জেলায় ফল বেশী পরিমাণে উৎপাদিত হয়। এই পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট সেন্টার ও কালেকশান সেন্টারে খুব কম টাকায় তাদের উৎপাদিত ফসল সংরক্ষণ করার ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে গোলাঘাটি পঞ্চায়েতের ১৫ জন কৃষককে প্যাডি থ্রেশার, ৪ জন কৃষককে পাওয়ার উইডার দেওয়া হয়। এতে ব্যয় হয় ২ লক্ষ ৯০ হাজার টাকা। এছাড়া কৃষকদের মধ্যে বিভিন্ন ধরণের শীতকালীন সব্জির চারা, ১ জন কৃষককে ৮৫,০০০ টাকা ভর্তুকী মূল্যে ১টি পাওয়ারটিলার দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমতির চেয়ারম্যান ছন্দা দেববর্মা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সমাজসেবী রাজীব ভট্টাচার্য, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয়ভূষণ দাস, বিশালগড় কৃষি ও কৃষক কল্যাণ কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রিয়তোষ সরকার প্রমুখ।