Hare to Whatsapp
সেবার মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছানোর নাম সুশাসন : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২৪, : জনকল্যাণে বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে। আন্তরিকতা থাকলেই মানুষের সেবা করা সম্ভব। সেবার মাধ্যমে অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌছানোর নাম সুশাসন। ২৩ নভেম্বর ডুকলি ব্লক কমপ্লেক্সে ডুকলি ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলনের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা একথা বলেন। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ডুকলি ব্লক কমপ্লেক্সে ‘দীনদয়াল উপাধ্যায় হাটখোলা বাজার শেডের উদ্বোধন করেন। উল্লেখ্য, দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ স্বশক্তিকরণ পুরস্কারের অর্থে এবং গ্রাম উন্নয়ন দপ্তরের সহায়তায় ২০ কক্ষ বিশিষ্ট দীনদয়াল উপাধ্যায় হাটখোলা বাজার শেডটি নির্মাণ করা হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৬২ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের নীতি হল সবকা সাথ, সবকা বিকাশ। সরকার জনকল্যাণে নতুন নতুন প্রকল্প চালু করে মানুষের জন্য কাজ করছে। সরকারের লক্ষ্য সমাজ এবং রাষ্ট্রকে সমৃদ্ধ করা। তিনি বলেন, বর্তমান সরকার স্বচ্ছ প্রশাসনে বিশ্বাসী। বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীদের টাকা সরকার সরাসরি ব্যাংকের মাধ্যমে প্রদান করছে। বর্তমান সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতা অল্প সময়ের মধ্যে ৭০০ থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করেছে। গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে আরও শক্তিশালী করতে বর্তমানে রাজ্যে ৪ হাজার থেকে বাড়িয়ে ৩৮ হাজার সহায়ক দল গঠন করা হয়েছে। উপমুখ্যমন্ত্রী বলেন, জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয়জলের সংযোগ পৌছে দিতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ইংরেজী মাধ্যম স্কুল চালু, বিদ্যাজ্যোতি প্রকল্প চালু এবং গুণগত মানসম্পন্ন শিক্ষক শিক্ষিকা নিয়োগের মাধ্যমে শিক্ষা পরিকাঠামোকে উন্নত করার কাজ করছে। তিনি বলেন, মানুষকে সঙ্গে নিয়েই সরকার সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, জনগণের কল্যাণে সরকার সুশাসন মেলার আয়োজন করছে। সরকারের লক্ষ্য সমস্ত জনপদের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযোগ পৌঁছে দেওয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অজয় কুমার দাস বলেন, ব্যক্তি স্বাবলম্বী হলে পরিবার সমৃদ্ধ হয়। এই ভাবনাকে সামনে রেখে কাজ করছে ডুকলি পঞ্চায়েত সমিতি। জনগণের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়ন ও ব্লকের পরিকাঠামো উন্নয়নে বিভিন্ন কর্মসূচি রূপায়িত হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডুকলি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিগণ সুবিধাভোগীদের হাতে এসসি ও এসটি সার্টিফিকেট তুলে দেন। তাছাড়া ৫ জন সুবিধাভোগীর হাতে দীনদয়াল উপাধ্যায় হাটখোলা বাজার শেডের চাবি তুলে দেওয়া হয়।