Hare to Whatsapp

ত্রিপুরা সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ২১, : ত্রিপুরা সংস্কৃতির দিক থেকে অনেক সমৃদ্ধ। এই রাজ্যের ১৯টি জনজাতি গোষ্ঠীর ভাষা, কৃষ্টি, সংস্কৃতি, পোষাক ঐতিহ্যময় ও মনমুগ্ধকর। ২০ নভেম্বর সন্ধ্যায় আগরতলায় উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে যুব বিকাশ কেন্দ্র আয়োজিত হেরিটেজ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এই হেরিটেজ উৎসব আগামী ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। দেশের ১৮টি রাজ্যের প্রায় ৩৮০ জন যুবক-যুবতী এই উৎসবে অংশ নিয়েছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, হেরিটেজ উৎসব আয়োজনের মাধ্যমে একে অপরের কৃষ্টি, সংস্কৃতি, ভাষার পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের প্রাচীন ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হয়। তিনি বলেন, ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে অষ্টলক্ষী রূপে অভিহিত করা হয়েছে। এরফলে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি তাদের কৃষ্টি, সংস্কৃতি সহ বিভিন্ন দিক থেকে দেশের মধ্যে পরিচিতি লাভ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের মানব সম্পদের প্রায় ৬৫ শতাংশ হচ্ছে যুব সমাজ। রাষ্ট্র এবং সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা অপরিসীম। কিন্তু লক্ষ্য করা গেছে যুব সমাজকে বিপথগামী করার একটা অপচেষ্টা চলছে। বর্তমান সরকার ত্রিপুরাকে নেশামুক্ত রাজ্য গড়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। এক্ষেত্রে যুব বিকাশ কেন্দ্রের এই ধরণের কর্মসূচি যুব সমাজকে নেশা থেকে দূরে সরিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। এতে যুব সমাজ বিভিন্নভাবে উপকৃত হবেন।

অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, ভারতীয় সংস্কৃতির উপর বেঁচে আছে ভারতের সভ্যতা। ভারতীয় সংস্কৃতিই বহু ভাষাভাষী বহু ধর্মের মানুষকে এক সূত্রে বেঁধে রেখেছে। বিবিধের মাঝেও ভারত এক ও অভিন্ন। তিনি বলেন, এই হেরিটেজ উৎসবে পর্যটনের পাশাপাশি বাণিজ্যিক দিকটাও বিকশিত হয়। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লোধ। স্বাগত বক্তব্য রাখেন যুব বিকাশ কেন্দ্রের পক্ষে দেবাশিষ মজুমদার।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.