Share Whatsapp

লাইব্রেরীর মাধ্যমে মানুষের মননের বিকাশ ঘটে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ২০, : এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৯ নভেম্বর কাঞ্চনপুর পাবলিক লাইব্রেরীর নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং, শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্র শর্মা, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক রজত পন্থ, বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমডিসি শৈলেন্দ্র নাথ। এই উপলক্ষে নবনির্মিত কাঞ্চনপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ বলেন, আমাদের সরকারের মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। তিনি বলেন, মানুষকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে যাতে আগামী দিনে দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থাকে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। এর জন্য ইতিমধ্যে দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের এখন পর্যন্ত ১২৫টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে। এছাড়াও বৃত্তিমূলক শিক্ষা, প্রি-প্রাইমারি স্কুল চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারের উপর জোর দিচ্ছে আমাদের সরকার। লাইব্রেরীর মাধ্যমে মানুষের মননের বিকাশ ঘটে। ছাত্রছাত্রীদের লাইব্রেরীতে এসে পড়াশোনা করার জন্য উদ্বুদ্ধ করতে শিক্ষক অভিভাবকদেরকে দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে মৎস্য ও সমবায় মন্ত্রী প্রেম কুমার রিয়াং রাজ্যে পাবলিক লাইব্রেরীর পরিকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেয়ায় দপ্তরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এলাকার ছাত্রছাত্রীদের লাইব্রেরীর প্রতি আকৃষ্ট করতে সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, এমডিসি শৈলেন্দ্র নাথ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্ৰ শর্মা। উল্লেখ্য, নবনির্মিত কাঞ্চনপুর পাবলিক লাইব্রেরী তৈরী করতে ব্যয় হয়েছে ৬৬ লক্ষ ৬৭ হাজার ৪২০ টাকা।

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এছাড়াও আজ দশদার দুর্গারাম চৌধুরী পাড়া এইচ এস স্কুলের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষার প্রসারের উপর রাজ্য সরকার বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সমস্ত পদক্ষেপের সুফল ইতিমধ্যে ফলতেও শুরু করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সমবায় ও মৎস্য দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং বিভিন্ন সুযোগ সুবিধা কাজে লাগিয়ে জনজাতি এলাকার ছাত্রছাত্রীরা ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের মুখ দেখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। সভাপতিত্ব করেন এমডিসি শৈলেন্দ্র নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী গৌতম রায় প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.