Share Whatsapp

গুণগত শিক্ষা ছাড়া জাতি সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১৮, : গুণগত শিক্ষা ছাড়া জাতি সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই রাজ্য সরকার শিক্ষাকে সর্বাধিক প্রাধান্য দিয়ে রাজ্যের ছেলেমেয়েদের জন্য গুণগত শিক্ষা প্রদানের কাজ শুরু করেছে। ১৭ নভেম্বর উদয়পুরে চন্দ্রপুর কলোনী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত গোমতী জেলাভিত্তিক বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেইগুলি রূপায়ণের কাজ চলছে। রাজ্যের বর্তমান সরকার এনসিইআরটি'র পাঠ্যক্রম, বিদ্যাজ্যোতি প্রকল্প, সুপার থার্টি, বছর বাঁচাও প্রকল্প, কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র তৈরী ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু করেছে। রাজ্যে বর্তমানে ২৯৫টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করা হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করার ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের সমাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ওয়ান স্টপ সেন্টার, ওমেন হেল্পলাইন, গৃহহীন মহিলাদের থাকার ব্যবস্থা, সখি নিবাস, জননী সুরক্ষা যোজনা, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি যোজনা, জাতীয় বিধবা ভাতা সহ বিভিন্ন সামাজিক ভাতা, উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও ইত্যাদি উল্লেখযোগ্য প্রকল্পগুলি রূপায়ণের কাজ চলছে। তিনি বলেন, খুব শীঘ্রই রাজ্যে পিএম শ্রী প্রকল্প চালু করা হবে। রাজ্যে স্বচ্ছ নিয়োগ নীতি চালু হয়েছে। এখন মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সফলতার সঙ্গে বিভিন্ন দপ্তরে চাকরি পাচ্ছে। তিনি আরও বলেন, গত চার বছরে রাজ্যে ৯৯ হাজার ২০৯ জন ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩৩ কোটি ১০ লক্ষ টাকা। রাজ্য সরকার নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদের জন্য বাইসাইকেলের ব্যবস্থা করেছে। আগে শুধুমাত্র নির্দিষ্ট ক্যাটাগরির ছাত্রছাত্রীদের মধ্যে এই বাইসাইকেল দেওয়া হত। গোমতী জেলার ১১৮টি বিদ্যালয়ের ৫ হাজার ১১০জন ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। আজ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গোমতী জেলায় বাইসাইকেল বিতরণের কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে গোমতী জেলার পাঁচটি বিদ্যালয়ের ৩৮৪ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ চন্দ্র দাস। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ ছাত্র, শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.