Hare to Whatsapp
মৎস্যচাষের মধ্য দিয়ে বর্তমানে গ্রামাঞ্চলের মানুষ স্বনির্ভর হচ্ছেন : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১৫, : রাজ্য সরকার চায় প্রতিটি ক্ষেত্রে রাজ্যের মানুষ স্বনির্ভর হয়ে উঠুক। সরকারের লক্ষ্য আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তােলা। মৎস্যচাষের মধ্য দিয়ে বর্তমানে গ্রামাঞ্চলের মানুষ স্বনির্ভর হচ্ছেন। গ্রামের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। ১৪ নভেম্বর চড়িলামের লালসিংমুড়া বাজারে দ্বিতল আধুনিক মৎস্য বাজার শেডের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী যীষ দেববর্মা একথা বলেন। নাবার্ডের আর্থিক সহযােগিতায় আধুনিক এই বাজারটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩০ লক্ষ টাকা।
বাজার শেডের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী বলেন, মাছ এই রাজ্যের মানুষের অন্যতম প্রধান খাদ্য। রাজ্যবাসীর মাছের চাহিদা পূরণ করতে এখনও বাইরে থেকে ব্যাপক পরিমাণে মাছ আমদানি করতে হয়। তাতে রাজ্যের টাকা বহিরাজ্যে চলে যাচ্ছে। বিভিন্ন সরকারি সহযােগিতার মাধ্যমে রাজ্যের মৎস্যচাষিদের সাহায্য করে মাছের উৎপাদন বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প রূপায়ণ করছে। রাজ্য সরকারের এই উদ্যোগে রাজ্যবাসীর মাছের চাহিদা পূরণের সঙ্গে সঙ্গে মৎস্যচাষিগণও আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছেন। মৎস্য দপ্তরের এই উদ্যোগ অব্যাহত রাখতে উপমুখ্যমন্ত্রী আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির ব্যক্তব্যে মৎস্যমন্ত্রী প্রেম কুমার রিয়াং বলেন, বিভিন্ন পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে মৎস্য দপ্তর চেষ্টা করছে মৎস্যচাষিদের স্বনির্ভর করতে। কয়েক বছর আগেও রাজ্যে মাছের যে ঘাটতি ছিল তা অনেকটাই পূরণ করা সম্ভব হয়েছে। রাজ্য সরকারের লক্ষ্য ত্রিপুরাকে মৎস্য উৎপাদনে স্বয়ম্ভর রাজ্য হিসেবে গড়ে তােলা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশেষ অতিথি চড়িলাম পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রাখি দাস কর, মৎস্য দপ্তরের অধিকর্তা মুসলেম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালসিংমুড়া গ্রামপঞ্চায়েত প্রধান সােমা দাস কর। সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন দপ্তরের উপঅধিকর্তা ক্ষিতিশ দেববর্মা।