Hare to Whatsapp
করোনা চিকিৎসায় যুক্তদের ভাড়া বাড়িতে প্রবেশে বাধা, এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেঃ মুখ্যমন্ত্রী
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৬, : মুখ্যমন্ত্রীর বহু আবেদন-নিবেদনের পরেও এই সংকটকালীন সময়ে চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত এক দম্পতিকে তার বাড়ির মালিক এবং এলাকার লোকজন ভাড়া বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিলেন। আগরতলার ইন্দ্রনগর থেকে এই অভিযোগটি উঠে আসে । ডাঃ অজিত দেবনাথ এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা দাসকে তাদের ভাড়া বাড়িতে ঢুকতে দেয়া হচ্ছিল না। বাড়ির মালিক সঞ্জয় দেবনাথ এবং অন্যান্য লোকজন এ ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিলেন বলে খবর। মুখ্যমন্ত্রী আজ আবারো আবেদন করছেন যে, চিকিৎসকরা আপনার এবং আমাদের মঙ্গলের জন্যই তাদের দায়িত্ব পালন করে চলেছেন। দয়াকরে তাদের এই মহান কাজে বাধা সৃষ্টি করবেন না। এতে করোনা মোকাবেলায় আমাদের যে সংগ্রাম তা বিঘ্নিত হবে।
মুখ্যমন্ত্রী তার ফেসবুক পেইজে নিজেই এই খবর দিয়ে জানান যে, এপিডেমিক ডিজিজ অ্যাক্ট অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান সময়ে প্রশাসনের পক্ষ থেকে সাদা পোশাকে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক নিয়োগ করা হয়েছে। তারা সরাসরি তাকে নানা বিষয়ে অবগত করছে। স্বাভাবিক কারণেই এই ধরনের ঘটনা খুব সহজেই নজরে আসে এবং সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।