Hare to Whatsapp
ত্রিপুরাইনফো-র মেগা ক্যুইজ ২৭ নভেম্বর রবীন্দ্র ভবনে, নাম নথিভুক্ত করতে হবে অনলাইনে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১২, : ত্রিপুরাইনফো ডটকম আয়োজিত ১৭তম অল ত্রিপুরা মেগা ক্যুইজ অনুষ্ঠান এবছর আগামী ২৭শে নভেম্বর রবিবার অনুষ্ঠিত হবে।
করোনা-র কঠিন পরিস্থিতির কারনে গত দুই বছর অনুষ্ঠানের আয়োজন সংক্ষিপ্ত ভাবে সীমিত প্রতিযোগী, দর্শক ও শ্রোতার উপস্থিতিতে করতে হয়েছিল। এবছর প্রতিযোগীতা আগের মতই বড় পরিসরে রবীন্দ্র ভবনের এক নম্বর হলে করা হবে। এবছর প্রতিযোগী, দর্শক ও শ্রোতার উপস্থিতির উপর কোনো বিধিনিষেধ নেই। অনুষ্ঠান হবে অবাধ ও প্রতি টিমে দুই জন করে আগের মতো তিনশত প্রতিযোগী টিম অংশগ্রহণ করতে পারবে। অনলাইনে রেজিস্ট্রেশান হবে ‘আগে আসলে আগে পাবেন’(First come First serve) – এর ভিত্তিতে।
উদ্যোক্তারা জানিয়েছেন, এবছরো নাম নথিভুক্ত করতে কোন রেজিস্ট্রেশন ফিস দিতে হবেনা। আগামী ২৬শে নভেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত অনলাইনে ত্রিপুরাইনফো-র ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন ফিস ছাড়াই অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। ২৭শে ডিসেম্বর সকাল সাড়ে দশটায় রবীন্দ্র ভবনে - এর এক নং হল- এ স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে।
উদ্যোক্তারা আরও জানিয়েছেন, এবছর কুইজের মূল আকর্ষণ হিসাবে দর্শকদের জন্য থাকবে একাধিক বিশেষ অডিয়েন্স রাউন্ড। দর্শক আসনে বসে ছাত্রছাত্রী সহ যে কেউ অডিয়েন্স রাউন্ডে অংশ নিতে পারবেন। অডিযেন্স রাউন্ডে যারা অংশ নিতে চান তাদের কোন রকম রেজিস্ট্রেশানের প্রযোজন নেই। যারা প্রতিযোগিতায় অংশ নেবে তাদরকে সকাল সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে হলে ঢুকতে হবে। আর যারা অডিয়য়েন্স রাউন্ডে অংশ নিতে চান তাদের সাড়ে দশটার পর থেকে স্ক্রিনিং টেস্ট শেষ হয়ে গেলে হলে প্রবেশ করতে দেওয়া হবে।
উদ্যোক্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, এবছর মূল প্রতিযোগিতা ও অডিয়েন্স রাউন্ডে নগদ অর্থরাশী সহ দুই শতাধিক আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার থাকছে। এবছর ক্যুইজ মাস্টার হিসাবে থাকছেন এই অনুষ্ঠানের সহযোগী সংস্থা স্কুল অব সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, এরাজ্যের অন্য খ্যাতিমান ক্যুইজ মাস্টার নন্দু পানিক্কর এবং হায়দ্রাবাদ থেকে আসবেন ভরত জৈন। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন দেশের স্বনামধন্য রেডিও জকি প্রবীন শেঠিয়া।
উপ-মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্য অনেক গন্য মান্য অতিথিবর্গ ও ক্যুইজ প্রেমীরা অনুষ্ঠানের উদ্বোধনী ও পুরস্কার বিতরন পর্বে উপস্থিত থাকবেন।