Hare to Whatsapp
খেলাধুলা ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম : জনজাতি কল্যাণমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ১১, : দু’দিনব্যাপী তৃতীয় রাজ্যভিত্তিক একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্পাের্টস মিট ২০২২-২৩’র ১০ নভেম্বর সূচনা হয়েছে। এডিসির খুমুলুঙস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের মাঠে আয়ােজিত এই স্কুল স্পাের্টসের উদ্বোধন করেন জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া। ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সােসাইটির উদ্যোগে আয়ােজিত এই স্কুল স্পাের্টস মিটের উদ্বোধন করে জনজাতি কল্যাণমন্ত্রী শ্রীজমাতিয়া বলেন, খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ মাধ্যম। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা নিয়মানুবর্তিতা ও একাগ্রতার শিক্ষা অর্জন করতে পারে। এ বিষয়ে তিনি মহাভারতের একলব্যের জীবনী ব্যাখ্যা করেন এবং সেই একলব্যের নিষ্ঠা ও দৃঢ়তার সাথে সকলকে খেলায় অংশ নিতে বলেন।
অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বলেন, খেলায় জয় পরাজয় আছে। এজন্য কোনও খেলােয়াড় যেন তার মনের জোর বা শক্তি না হারায়। মনােবল হারালে জীবনে উন্নতি করা যায় না। বক্তব্যে তিনি সকল খেলােয়াড় ও ছাত্রছাত্রীদের সাফল্য কামনা করেন। উল্লেখ্য, আজ বীরচন্দ্রনগর ইএমআর স্কুল ও খুমুলুঙ ইএমআর স্কুলের ছাত্রীদের কাবাডি প্রতিযােগিতার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযােগিতার সূচনা করা হয়। প্রতিযােগিতা শুরুর আগে জনজাতি কল্যাণমন্ত্রী শ্রীজমাতিয়া উভয় স্কুলের ছাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এলটি দার্লং, পশ্চিম জেলা ওয়েলফেয়ার অফিসার ক্ষিরােদ দেববর্মা ও জিরানীয়া মহকুমার ওয়েলফেয়ার অফিসার নিক্সন রিয়াং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলবাড়ি ব্লকের বিএসি চেয়ারম্যান রােকেন দেববর্মা। স্বাগত ভাষণ দেন ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার রেসিডেন্সিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশনস সােসাইটির সদস্য সচিব সমীর মুড়াসিং। দু’দিনব্যাপী আয়ােজিত এই ক্রীড়া প্রতিযােগিতায় রাজ্যের ৫টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের বালক বালিকারা অংশগ্রহণ করছে। কাবাডি, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, দাবা, খাে-খাে, অ্যাথলেটিক্স সহ ২২টি ইভেন্টে প্রতিযােগিতা হবে। আজ সবগুলি প্রতিযােগিতার প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়। আগামীকাল দ্বিতীয় ও ফাইনাল রাউন্ডের প্রতিযােগিতা অনুষ্ঠিত হবে।