Share Whatsapp

রাজ্য সরকার চায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হােক : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, নভেম্বর ১০, : রাজ্যে ব্রু শরণার্থীদের পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। রাজ্য সরকার চায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হােক। এক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে তা আলােচনার মাধ্যমেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। ৯ নভেম্বর সচিবালয়ের ২ নং সভাকক্ষে ব্রু পুনর্বাসন প্রক্রিয়ার বর্তমান অবস্থা পর্যালােচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরই ব্রু পুনর্বাসন প্রক্রিয়াটির গতি পায়। ফলে ব্রু পুনর্বাসনের স্থায়ী সমস্যা সমাধানের লক্ষ্যে গত ২০২০ সালের ১৬ জানুয়ারি কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার মিজোরাম সরকার এবং ব্রু প্রতিনিধিদের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলেই রাজ্য সরকার ব্রু পুনর্বাসনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন লক্ষ্যে কাজ করছে।

সভায় রাজস্ব দপ্তরে প্রধান সচিব পুনিত আগরওয়াল জানান, কেন্দ্রীয় সরকার ব্রু পুনর্বাসন প্রক্রিয়ার সময়সীমা ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছে। এই সময়ের মধ্যে ৬,৩০২টি ব্র পরিবারকে ১২টি চিহ্নিত স্থানে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই চিহ্নিত ১০টি স্থানে ৪, ১৭ ১টি ব্রু পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়েছে। বাকি ২, ১৩১টি পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। প্রধান সচিব জানান, ব্রু পরিবারগুলিকে এখন পর্যন্ত ২,৩২৬টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এছাড়াও পুনর্বাসন স্থানগুলিতে সড়ক, বিদ্যুৎ, পানীয়জল, বিদ্যালয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র, রেশন শপ ইত্যাদি পরিকাঠামাে গড়ে তােলা হবে। এছাড়াও ব্রু পরিবারগুলিকে উজ্জ্বলা যােজনায় গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে। প্রধান সচিব জানান, ব্রু পুনর্বাসনপ্রাপ্ত পরিবারগুলিকে কো-অপারেটিভ সােসাইটি গঠনের জন্য বলা হয়েছে। ইতিমধ্যেই কো-অপারেটিভ সােসাইটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি জানান, ব্রু পুনর্বাসনপ্রাপ্ত পরিবারগুলিকে এখন পর্যন্ত ৩,৭৮৫টি আরওআর, ৮,০৫৩টি আধার অন্তর্ভুক্তিকরণ, ৩,৭৩৫টি রেশন কার্ড, ৬,৯৩৯টি পিআরটিসি, ৭,৮৩১টি এসটি সার্টিফিকেট, ৩,৬৫৫টি রেগার জব কার্ড, ৭,০২৯টি ভােটার কার্ড দেওয়া সহ উজ্জ্বলা যােজনায় ৩, ১০৬টি পরিবারকে গ্যাস সংযােগ দেওয়া হয়েছে।

পর্যালােচনা সভায় উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, ব্রু পুনর্বাসনের দীর্ঘদিনের সমস্যাটি সমাধানে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। ব্রু পুনর্বাসনের ক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে তা সবার সঙ্গে আলােচনা করেই সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আলােচনায় অংশগ্রহণ করে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, ব্রু পুনর্বাসনের কাজ সন্তোষজনকভাবে চলছে। পুনর্বাসন স্থানগুলিতে সড়ক, বিদ্যুৎ, পানীয়জল সহ বিভিন্ন পরিকাঠামাে তৈরির কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা রাজ্যস্তরীয়ভাবে নিয়মিত তদারকি করা হচ্ছে। কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের উদ্যোগও নেওয়া হচ্ছে। এছাড়া পুনর্বাসন স্থানগুলিতে স্বাস্থ্য শিবির সংগঠিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।

পর্যালােচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা, মৎস্য দপ্তরের মন্ত্রী প্রেম কুমার রিয়াং, বিধায়ক প্রমােদ রিয়াং, টিআইপিআরএ'র চেয়ারম্যান তথা মহারাজা প্রদ্যোৎ কিশাের দেববর্মণ, প্রধান মুখ্য বন সংরক্ষক কে এস শেঠি সহ বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য দপ্তরের সচিবগণ এবং ব্রু সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং আলােচনায় অংশগ্রহণ করেন।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.