Hare to Whatsapp
আগামী ৩১ মার্চ পর্যন্ত পত্রিকা পরিষেবা ও বিতরণ বন্ধ থাকবে
By Our Correspondent
আগরতলা, ২৫ , : সমগ্র বিশ্বের মানবজাতি এক অভূতপূর্ব সংকটের সন্মুখীন। করোনা ভাইরাসের কারনে বিশ্ববাসী আতঙ্কিত। বিশ্বের দেড় শতাধিক দেশ করোনা ভাইরাস আক্রান্ত। চার লক্ষাধিক লোক মৃত্যুর সঙ্গে লড়াই করছে। মৃতের সংখ্যা বিশ হাজার অতিক্রম করেছে।
বিশ্বের বহু দেশের সঙ্গে আমাদের ভারত সরকারও দেশবাসীকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ত্রিপুরা সরকারও পিছিয়ে নেই। ত্রিপুরা নিউজপেপারস সোসাইটি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে এবং আগামী দিনেও দেশবাসীকে রক্ষার জন্য যে সব উদ্যোগ নেবে তার প্রতি সোসাইটির পূর্ন সমর্থন থাকবে।
এদিকে পত্রিকা বিতরকদের ইউনিয়ন আগামী ৩১ শে মার্চ পর্যন্ত বিতরনে অসন্মতি প্রকাশ করেছে। ফলে উদ্ভূত পরিস্থিতির জন্য পাঠকদের বাড়ীতে পত্রিকা পৌঁছে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। এহেন সংকটজনক পরিস্থিতিতে ত্রিপুরা নিউজপেপার সোসাইটি আগামী ৩১ শে মার্চ পর্যন্ত সমস্ত ধরনের প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এব্যাপারে সোসাইটি সহৃদয় পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা এবং হকার বন্ধুদের সাহায্য সহায়তা কামনা করছে।