Hare to Whatsapp
রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ৫, : মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহার পৌরহিত্যে ৪ নভেম্বর সচিবালয়ে এনএইচআইডিসিএল এবং পূর্ত দপ্তরের অধীনে রাজ্যের জাতীয় সড়কগুলির বর্তমান পরিস্থিতি সম্পর্কে এক উচ্চ পর্যায়ের পর্যালােচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কাজের গতি বাড়িয়ে চলমান প্রকল্পগুলির কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য দপ্তরের আধিকারিকদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সড়ক নির্মাণের ক্ষেত্রে গুণমান বজায় রেখে সড়ক তৈরি করার উপর বিশেষ গুরুত্বারােপ করেন। তিনি জাতীয় সড়ক এবং ব্রিজগুলি তৈরির ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করার পরামর্শ দেন।
পর্যালােচনা সভায় পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে এনএইচআইডিসিএল এবং পূর্ত দপ্তরের অধীনে যেসব জাতীয় সড়ক এবং ব্রিজের কাজ চলছে সেগুলি | সচিত্র প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে রাজ্যে ৬টি জাতীয় সড়কের কাজ চলছে। এগুলি হলাে এনএইচ-০৮ (পুরাতন ৪৪), এনএইচ-৪৪-এ, এনএইচ-১০৮-এ, এনএইচ-২০৮, এনএইচ-২০৮-এ এবং এনএইচ-১০৮-বি।
এছাড়াও তিনি গােমতী এবং মুহুরী নদীর ব্রিজ নির্মাণের কাজ চলছে বলে জানান। তিনি জানান, সারা রাজ্যে সব মিলিয়ে ৮৮৮.৮১ কিমি জাতীয় সড়ক নির্মাণের কাজ চলছে। এরমধ্যে এনএইচআইডিসিএল-এর অন্তর্গত ৮০৪.৮১ কিমি এবং পূর্ত দপ্তরের অন্তর্গত রয়েছে ৮৪ কিমি। তিনি জানান, ফেণী ব্রিজের ১.৮৮ কিমি, আগরতলা-উদয়পুর জাতীয় সড়কের ৪৮.২০ কিমি, উদয়পুর সাব্রুম জাতীয় সড়কের ৭৩.৭০ কিমি, চুরাইবাড়ি আগরতলা সড়কের ৭৪.৮৬ কিমি রাস্তার উন্নতিকরণ এবং আগরতলা বাইপাসের খয়েরপুর আমতলি রাস্তার ১২.৯০ কিমি
সড়কের কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া বৈঠকে ভারতমালা প্রকল্প, আগরতলা রিং রােড, পূর্ত দপ্তরের মাধ্যমে সিআরআইএফ, এনএলসিপিআর, এনইএসআরআইপি এবং আইবিবিএফ প্রকল্পগুলি ছাড়াও প্রস্তাবিত বিভিন্ন সড়ক যােগাযােগ প্রকল্প নিয়েও বিস্তারিত আলােচনা করা হয়। পর্যালােচনা সভায় পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব দেববর্মা, অতিরিক্ত সচিব প্রদীপ আচার্য সহ এনএইচআইডিসিএল এবং পূর্ত দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত থেকে আলােচনায় অংশগ্রহণ করেন।