Hare to Whatsapp
সমাজের অন্তিম ব্যক্তিকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিকাশ মেলা অনুষ্ঠিত হচ্ছে : কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ৩, : সমাজের অন্তিম ব্যক্তিকে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযানে বিকাশ মেলা অনুষ্ঠিত হচ্ছে। রাজ্য সরকার অর্থনৈতিকভাবে পিছিয়েপড়া সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করছে। ২ নভেম্বর প্রতি ঘরে সুশাসন অভিযানে দু’দিনব্যাপী টেপানিয়া ব্লকভিত্তিক বিকাশ মেলার উদ্বোধন করে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন। অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তােলার জন্য সরকার কাজ করছে। রাজ্যের জনগণের আর্থিক মানােন্নয়নের জন্য বহুমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গােমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারি, টেপানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান রামচন্দ্র দেবনাথ। স্বাগত বক্তব্য রাখেন টেপানিয়া ব্লকের বিডিও পারমিতা পাল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণা রাণী দাস। দু’দিনব্যাপী ব্লকভিত্তিক বিকাশ মেলায় কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ বিকাশ, স্বাস্থ্য, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, ত্রিপুরা। গ্রামীণ জীবিকা মিশন সহ বিভিন্ন দপ্তরের ২৭টি প্রদর্শনী স্টল খােলা হয়েছে।