Hare to Whatsapp
রাজ্যের অর্থনৈতিক বিকাশের অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২, : রাজ্যের অর্থনৈতিক বিকাশের অন্যতম ভিত্তি হচ্ছে কৃষি। তাই সরকার কৃষকদের আর্থসামাজিক অবস্থার মান উন্নয়নে কাজ করছে। কৃষকদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসুচি নিয়েছে। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আগে কৃষকদের গড় আয় ছিল মাথাপিছু ৬,৫৮০ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৯৬ টাকা। ১ নভেম্বর কুমারঘাট মহকুমার বেতছড়ায় ১ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ১ হাজার মেট্রিকটন ক্ষমতাসম্পন্ন ধান গুদামের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির ‘সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে। সরকার সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই গুদাম নির্মিত হওয়ায় কুমারঘাট মহকুমার দুইটি ব্লকের কৃষকগণ উপকৃত হবেন। এতে মহকুমার কৃষকদেরও দীর্ঘদিনের দাবী পূরণ হল। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কৃষকদের উৎপাদিত গন্ধ লেবু, আনারস, তেঁতুল এখন বিদেশে রপ্তানি হচ্ছে। সরকার কৃষকদের কাছ থেকে প্রতিবছর ভর্তুকী মূল্যে ধান কিনছেন। প্রতি ঘরে সুশাসন কর্মসূচির মাধ্যমে সরকারি বিভিন্ন সহায়তা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই কর্মসূচির সময়কাল বেড়ে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। সরকার রাজ্যের সার্বিক উন্নয়নে সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, এখন রাজ্যের প্রতিটি জেলাতেই সেন্ট্রাল গােডাউন হয়েছে। প্রতি কৃষি মহকুমাতেই একটি করে গুদাম করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যে আরও ৭/৮টি কৃষি মহকুমার উদ্বোধন করবেন। বিশেষ অতিথির ভাষণে শ্রমমন্ত্রী ভগবান দাস বলেন, সরকার উন্নয়নের সাথে কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে। কৃষকরা সমৃদ্ধ হলে গ্রাম সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেবব্রত দত্ত। স্বাগত বক্তব্য রাখেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়। ধন্যবাদজ্ঞাপন করেন কৃষি অধিকর্তা শরদিন্দু দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনকোটি জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গির, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় প্রমুখ। ফলক উন্মােচন ও ফিতা কেটে ধান গুদামের দ্বারােদঘাটন করে মুখ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী ও শ্রমমন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে নবনির্মিত গুদামটি ঘুরে দেখেন।