Hare to Whatsapp
সরকার জনজাতি ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার মাননান্নয়নে মিশন মুডে কাজ করছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, নভেম্বর ২, : গুণগত শিক্ষার সম্প্রসারণের জন্য রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে পদ্ধতিগত পরিবর্তনের বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রান্তিক জনপদে জনজাতি ছাত্রীদের জন্য আবাস গড়ে তােলাও এই পরিবর্তনের অঙ্গ। সরকার জনজাতিদের সামাজিক সম্মান বৃদ্ধির পাশাপাশি আর্থিক মানােন্নয়ন ও গুণগত শিক্ষার মানােন্নয়নে মিশন মুডে কাজ করে চলেছে। ১ নভেম্বর ধলাই জেলার লংতরাইভ্যালি মহকুমার বাকছড়া হাইস্কুলের ৫০ আসনবিশিষ্ট নবনির্মিত জনজাতি ছাত্রী আবাসের উদ্বোধন করে এই কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, বিধায়ক দিবাচন্দ্র রাংখল, বিধায়ক শম্ভুলাল চাকমা, টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জসওয়াল।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শিক্ষাক্ষেত্রের গুণগত পরিবর্তনে সরকার নতুন দিশা, সুপার ৩০, একলব্য মডেল স্কুল, বিদ্যাজ্যোতি সহ বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, জনজাতি এলাকায় শিক্ষার মানােন্নয়নে বুনিয়াদি স্তর থেকে কলেজ স্তর পর্যন্ত বিভিন্ন প্রকল্প নিয়ে এগিয়ে চলেছে সরকার। এরই প্রমাণ হিসেবে রাজ্য সরকার ১০০টি ইংরেজি মাধ্যম স্কুলকে বিদ্যাজ্যোতি স্কুলে উন্নীত করেছে। এবং এইগুলিকে সিবিএসইতে রূপান্তরিত করেছে। তিনি আরও বলেন, রাজ্যের শিক্ষার্থীদের মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং-এর জাতীয় পর্যায়ের প্রবেশিকা পরীক্ষায় সুযােগ পাওয়ার জন্য সুপার ৩০ প্রকল্পে বিশেষ কোচিং-এর ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়ে কাজ করছে। ছামনু ব্লকের বাকছড়ায় ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্রান্ট ফান্ড প্রকল্পে ১.৫০ কোটি টাকা ব্যয়ে ১২৪৪.৫৬ বর্গমিটার জায়গা জুড়ে এই জনজাতি ছাত্রী আবাসটি গড়ে তােলা হয়েছে। দ্বিতল এই ছাত্রী আবাসের গ্রাউন্ড ফ্লোরে টয়লেট, কিচেন, ওয়ার্ডেন রুম সহ ১৫টি ঘর এবং ফার্স্ট ফ্লোরে ২টি টয়লেট সহ ১৩টি ঘর রয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এরপর মনুঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে ৫০ শয্যা বিশিষ্ট ফিল্ড হাসপাতালের শিলান্যাস করেন। ৫০ শয্যা বিশিষ্ট এই ফিল্ড হাসপাতাল নির্মাণে ব্যয় হবে ৩ কোটি টাকা।