Hare to Whatsapp
সমাজের অন্তিম ব্যক্তিদেরও আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে : উপমুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ২৯, : সমাজের অন্তিম ব্যক্তিদেরও আর্থসামাজিক মান উন্নয়নে সরকার অগ্রাধিকার দিয়েছে। সরকারের লক্ষ্য সমাজের সকলের উন্নয়ন।২৮ অক্টোবর উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকের ইচাইলালছড়া গ্রামপঞ্চায়েতে জেলা পঞ্চায়েত রিসাের্স সেন্টারের শিলান্যাস করে এ কথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য গ্রামগুলিকে আত্মনির্ভর করা। এজন্য উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করতে হবে। গ্রামস্তরের নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সেদিক বিবেচনা করেই উত্তর ত্রিপুরায় এই জেলা পঞ্চায়েত রিসাের্স সেন্টার নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য আর্থিক অনুমােদনও দেওয়া হয়েছে। উল্লেখ্য, দ্বিতল বিশিষ্ট এই জেলা পঞ্চায়েত রিসাের্স সেন্টারটি নির্মাণের জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৮৩ লক্ষ টাকা।
অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী আরও বলেন, একটা দীর্ঘ সময় এই রাজ্যের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। বর্তমান সরকার মানুষের উন্নয়নে মিশনমুডে কাজ করছে। প্রধানমন্ত্রী আবাস যােজনা, স্ব সহায়ক দলের মাধ্যমে গ্রামীণ অর্থনীতির বিকাশ, প্রতি ঘরে পানীয়জল পৌছে দেওয়া, কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় ইত্যাদি বিভিন্ন কর্মসূচি সফলতার সাথে রূপায়ণ করছে বর্তমান সরকার। উপমুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষকে বিভিন্ন পরিষেবা ও সুবিধা পাবার জন্য সরকারের কাছে আসতে হবেনা, সরকারই মানুষের কাছে বিভিন্ন পরিষেবা ও সুবিধা পৌঁছে দিচ্ছে প্রতি ঘরে সুশাসন অভিযানের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন গ্রামােন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ড. সন্দীপ আর রাঠোর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিনয়ভূষণ দাস, বিধায়ক মলিনা দেবনাথ, টিআইডিসি’র চেয়ারম্যান টিংকু রায়, কালাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু শর্মা, গ্রামােন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার স্বপন কুমার দাস, উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি, জেলার এস পি ড. কিরণ কুমার কে, কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ প্রমুখ। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতােষ দাস।