Hare to Whatsapp
সরকারি চাকরিতে নিয়ােগের ক্ষেত্রে খেলােয়াড়দের জন্য পদ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার : যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ২৯, : রাজ্যের যুবক-যুবতীদের খেলাধুলায় উৎসাহ প্রদানের লক্ষ্যে সরকারি চাকরিতে নিয়ােগের ক্ষেত্রে খেলােয়াড়দের জন্য পদ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভায় এ বিষয়ে শীঘ্রই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ২৮ অক্টোবর মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়ােজিত এক সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের বিভিন্ন পরিকাঠামােগত উন্নয়নের সাফল্য তুলে ধরে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান। তিনি জানান, দেশের বিভিন্ন রাজ্য যেমন রাজস্থান, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ, মনিপুর, অন্ধ্রপ্রদেশ, উড়িষা ইত্যাদি রাজ্যের সরকারি চাকুরিতে খেলােয়াড়দের জন্য পদ সংরক্ষণের নীতি রয়েছে তা পর্যালােচনা করেই রাজ্য সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী জানান, খেলাধূলার মান উন্নয়নে ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহযােগিতায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন পরিকাঠামােগত উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যে কেন্দ্রীয় সরকারের ‘খেলাে ইন্ডিয়া’ প্রকল্পে ৫ কোটি টাকা ব্যয়ে পানিসাগর আঞ্চলিক শারীরশিক্ষণ কলেজে একটি অত্যাধুনিক সুইমিং পুলের নির্মাণ কাজ চলছে।যার ৯৫ শতাংশ নির্মাণ কাজ শেষ হয়েছে। খেলাে ইন্ডিয়া প্রকল্পে খােয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে ৫ কোটি টাকা ব্যয়ে ফুটবলের সিন্থেটিক টার্ক নির্মাণের কাজ প্রায় শেষের পথে। খেলাে ইন্ডিয়া প্রকল্পে বাধারঘাটস্থিত দশরথ দেব স্মৃতি স্টেডিয়ামে ৭ কোটি টাকা ব্যয়ে অ্যাথলেটিক্সের জন্য সিন্থেটিক টার্ফ নির্মাণের কাজও প্রায় শেষের পথে।
সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী আরও জানান, রাজ্যের ৪টি স্থানে ফুটবল সিন্থেটিক টার্ফ নির্মাণের জন্য রাজ্য সরকারের স্পেশাল অ্যাসিস্টেন্স থেকে ক্রীড়া দপ্তরকে ২০ কোটি টাকা প্রদান করা হয়েছে। সেগুলি হলাে- উমাকান্ত ফুটবল সিন্থেটিক টার্ফ, জিরানীয়ায় শচীন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের ফুটবল সিন্থেটিক টার্ফ, মােহনপুরের তুলাকোনায় ফুটবল সিন্থেটিক টার্ফ এবং বিলােনীয়ার স্কুল মাঠের ফুটবল সিন্থেটিক টার্ফ। প্রতিটির জন্য ৫ কোটি টাকা করে ব্যয় করা হবে এবং সেগুলি তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
ক্রীড়ামন্ত্রী আরও জানান, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাজ্যের ক্রীড়া পরিকাঠামাের উন্নয়নে ১৭ কোটি ৫০ লক্ষ টাকা মঞ্জুরি দিয়েছে। এই অর্থ দিয়ে দশরথ দেব স্টেডিয়ামে একটি হকির সিন্থেটিক টার্ফ, জম্পইজলায় সিন্থেটিক ফুটবল টার্ফ এবং পানিসাগরে অ্যাথলেটিক্সের জন্য সিন্থেটিক টার্ফ তৈরী করা হবে।