Hare to Whatsapp
রাজ্যের ক্লাবগুলি সমাজসেবার কাজে এগিয়ে আসছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ২৪, : দীপাবলি হচ্ছে আলাের উৎসব। অশুভ শক্তির উপর শুভ শক্তির বিজয়ের উৎসবই হল দীপাবলি। ২২ অক্টোবর অরুন্ধতীনগরস্থিত অরবিন্দ সংঘ আয়ােজিত দীপাবলি উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, এবছর অরবিন্দ সংঘের বস্ত্র বিতরণের উদ্যোগ নতুন নয়। অরবিন্দ সংঘ সারা বছরই নানা সামাজিক কর্মসূচির আয়ােজন করে থাকে। কেবল অরবিন্দ সংঘ নয়, আজ রাজ্যের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থাগুলি রক্তদান শিবির, বৃক্ষ রােপন, গরীব ছাত্রছাত্রীদের লেখাপড়ায় সহায়তা, এলাকায় শান্তি প্রতিষ্ঠা, খেলাধূলার সম্প্রসারণ ও সমাজসেবার কাজে এগিয়ে আসছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা মাতৃশক্তিকে আরও সুন্দর সমাজ গড়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাজ্য সরকার চায় মাতৃশক্তির আরও অগ্রগমন ও উত্থান। মাতৃশক্তি জেগে উঠলে সমাজ আরও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এবছরের দুর্গোৎসবের আনন্দ অতীতের সব বছরের রেকর্ডকে ছাপিয়ে গেছে। বর্তমানে রাজ্যবাসীর মনে আনন্দ ও উৎসবের বার্তা বয়ে চলেছে। স্বাগত বক্তব্য রাখেন অরবিন্দ সংঘের সাধারণ সম্পাদক সুপ্রিয় ঘােষ। উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পোরেটর অলক রায়, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা প্রমুখ। অনুষ্ঠানে অরবিন্দ সংঘের পক্ষ থেকে এলাকার ১৩০ জন দুস্থ ব্যক্তির মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ দু:স্থদের হাতে বস্ত্র তুলে দেন। তছাড়াও অনুষ্ঠানে অরবিন্দ সংঘের পক্ষ থেকে এলাকার বিশিষ্ট ব্যক্তি পার্থ নাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আয়ােজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরবিন্দ সংঘের সভাপতি সজল নয়ন পাল।