Share Whatsapp

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে উদ্ভূত পরিস্থিতি মােকাবিলায় সবরকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২৪, : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসার কারণে উদ্ভূত ভারী বর্ষণ পরিস্থিতি মােকাবিলায় রাজ্য সরকার প্রস্তুত। সতর্কতামূলক সবরকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণকেও সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। ২৩ অক্টোবর সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘূর্ণিঝড় ও ভারী বর্ষণের মােকাবিলায় সরকারের গৃহিত বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরে একথা জানান। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রি বলেন, আজ মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার পৌরহিত্যে সচিবালয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে আবহাওয়ার পূর্বাভাষ সংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালােচনা করা হয় এবং সম্ভাব্য মােকাবিলায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান, মাতাবাড়িতে দীপাবলি মেলায় প্রচুর পুণ্যার্থীর সমাগম হয়। এবার প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে যথাসম্ভব ভীড় এড়ানাের প্রয়ােজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিশেষ নজর রয়েছে মাতাবাড়ি দীপাবলি মেলার উপর। সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তর সহ সিআরপিএফ, আসাম রাইফেলস, এনডিআরএফ, এসডিআরএফ সহ জেলা প্রশাসনকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

| সাংবাদিক সম্মেলনে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল যেসমস্ত পদক্ষেপ ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি সাংবাদিকদের জানান। তিনি বলেন, ২৪ থেকে ২৬ অক্টোবর বিদ্যালয় ও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘােষণা করা হয়েছে। সমস্ত সরকারি কর্মচারিদের আগামীকাল থেকে এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করা হয়েছে। সমস্ত জেলাশাসকদের গত ২১ অক্টোবর থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এনডিআরএফের অতিরিক্ত ৫টি টিমকে রাজ্যে আসার জন্য বলা হয়েছে। এনডিআরএফ’র টিমগুলিকে কুমারঘাট, তেলিয়ামুড়া, আগরতলা, উদয়পুর এবং শান্তিবাজারে মােতায়েন করা হবে। ত্রাণ শিবিরগুলিকে চিহ্নিত করে খাদ্যসামগ্রী আগাম মজুত রাখা হবে। জনগণকে সচেতন করার জন্য মাইকযােগে প্রচার করতে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সংশ্লিষ্ট জেলাশাসকদের বলা হয়েছে। সংশ্লিষ্ট সমস্ত দপ্তরকে তাদের প্রয়ােজনীয় উপকরণ যেমন নৌকা, লাইফ জ্যাকেট সহ উদ্ধারকারী দলকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানসচিব শ্রী আগরওয়াল জানান, দীপাবলি মেলা উপলক্ষে যে বিশেষ ট্রেন চলাচল করার ঘােষণা দেওয়া হয়েছিল তা ভীড় এড়ানাের জন্য বাতিল করা হয়েছে।

অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার মধ্যে রয়েছে সারা রাজ্যেই যানবাহণ চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ আরােপ করা হয়েছে। জেনারেটর এবং পাম্পসমূহ যথারীতি সচল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে বলে প্রধানসচিব শ্ৰী আগরওয়াল জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, রাজস্ব দপ্তরের স্টেট প্রজেক্ট অফিসার শরৎ দাস এবং আই এম ডি’র রাজ্যের অধিকর্তা এন কুলকার্নি প্রমুখ উপস্থিত ছিলেন।




You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.