Hare to Whatsapp
২৪-২৫ অক্টোবর দীপাবলি উৎসব ও মেলা উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ২৩, : আগামী ২৪ ও ২৫ অক্টোবর দীপাবলি উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর সন্ধ্যায় উৎসব ও মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। ২৪ অক্টোবর প্রভাতে কল্যাণ সাগর পাড়ে রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ব্রহ্মা আরতিতে অংশ নেবেন। ২২ অক্টোবর ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান গােমতী জেলার জেলাশাসক গােভেকর ময়ূর রতিলাল। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২৪ অক্টোবর সন্ধ্যা ৫টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করবেন। সাংবাদিক সম্মেলনে উৎসব ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক বিপ্লব কুমার ঘােষ দেওয়ালী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের সহযােগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক আরও জানান, ত্রিপুরাসন্দরী মন্দিরে দীপাবলি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় সিসি টিভির মাধ্যমে নজরদারি রাখা হবে। মন্দির প্রাঙ্গণে সংস্কার ও পরিকাঠামােগত উন্নয়নের কাজ চলার ফলে মন্দির পরিসরে যেন ভীড় না হয় সেজন্য স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকবেন। তাছাড়াও এনডিআরএফ বাহিনী এবং সিভিক ভলান্টিয়ারাও থাকবেন। মেলায় ১ হাজারেরও বেশি পুলিশ ও টিএসআর জওয়ান নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এফ দার্লং জানান, মাতাবাড়িতে দীপাবলি উৎসব উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে জোরদার করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পঙ্কজ চক্রবর্তী।