Hare to Whatsapp

রাজ্যে বিমান যােগাযােগ ব্যবস্থার উন্নতির সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২২, : রাজ্যে বেসরকারি বিমান সংস্থা আকাশা এয়ারের বিমান পরিষেবার ২১ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এ উপলক্ষ্যে আয়ােজিত অনুষ্ঠানে রাজ্যের পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, এয়ারপাের্ট ডিরেক্টর কে সি মিনা এবং আকাশা এয়ারের সিএমও বেলসন কৌটিনহাে উপস্থিত ছিলেন। আকাশা এয়ারের ১৮৯ আসন বিশিষ্ট বিমানটি প্রতিদিন ব্যাঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে গুয়াহাটি হয়ে আগরতলায় পৌঁছবে এবং আগরতলা থেকে সরাসরি ব্যাঙ্গালুরু যাবে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা বলেন, রাজ্যের বিমান পরিষেবার সঙ্গে আকাশা এয়ার যুক্ত হওয়ার ফলে রাজ্যের ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ, সাধারণ যাত্রী সহ ব্যবসায়ীগণ দারুণ উপকৃত হবেন। এজন্য আকাশা এয়ার কর্তৃপক্ষকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম বিমানবন্দরটি আগে সিঙ্গিরবিল বিমানবন্দর নামে পরিচিত ছিল। সে সময় বিমানবন্দরে নিরাপত্তারও তেমন বহর ছিলনা। কিন্তু বর্তমানে রাজ্যের বিমান পরিষেবায় ব্যাপক পরিবর্তন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির আন্তরিক প্রচেষ্টার ফলেই এটা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার গঠিত হওয়ার পর ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে রেল, সড়ক ও বিমান পরিষেবার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কিন্তু বিগতদিনে বিমান যােগাযােগের ক্ষেত্রে রাজ্য উপেক্ষিত ছিল। বর্তমানে রাজ্যে বিমান যােগাযােগ ব্যবস্থার উন্নতির সুফল পাচ্ছেন রাজ্যের জনগণ। রাজ্যের মানুষ এখন সরাসরি দেশের প্রধান প্রধান শহরগুলিতে দ্রুত পৌঁছতে পারছেন। রাজ্যের জনগণের স্বার্থে বিম ভাড়া যাতে নাগালের মধ্যে রাখা যায় সে বিষয়ে আকাশা এয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরােধ জানান মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বর্তমানে রাজ্যে বিমান যােগাযােগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে এখন প্রতিদিন ২০টি বিমান উঠা নামা করে। তিনি বলেন, পর্যটনের ক্ষেত্রে রাজ্য এখন ক্রমশ এগিয়ে চলছে। দেশ-বিদেশ থেকে প্রতিদিন বহু পর্যটক রাজ্যে আসছেন। এক্ষেত্রে আকাশা এয়ার সঠিক সময়েই তাদের পরিষেবা শুরু করেছে। আগরতলা-দিল্লী রুটে বিমানযাত্রীর চাহিদার প্রতি লক্ষ্য রেখে আকাশা এয়ার যাতে ঐ রুটে আরও একটি বিমান চালু করে সে বিষয়ে আকাশ এয়ার কর্তৃপক্ষের প্রতি অনুরােধ জানান পরিবহনমন্ত্রী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন আকাশ এয়ারের সি এম ও বেলসন কৌটিনহাে। অনুষ্ঠানে আকাশা এয়ারের প্রথম বিমান পরিষেবার যাত্রী পঙ্কজ দে’র হাতে বাের্ডিং পাস তুলে দেন মুখ্যমন্ত্রী।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.