Share Whatsapp

স্বরাষ্ট্র দপ্তরের অধীনে স্পেশাল এক্সিকিউটিভদের সাম্মানিক ভাতা হবে মাসিক ১১ হাজার টাকা : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২১, : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ২০ অক্টোবর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়ােজিত সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি তুলে ধরেন। তিনি জানান, রাজ্য। নির্বাচন দপ্তরে ১৮ জন জুনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্ট পদে লােক নিয়ােগ করা হবে। এই পদে নিয়ােগের ক্ষেত্রে প্রার্থীকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এবং ১ বছরের কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা হতে হবে এবং বাংলা ও ইংরেজিতে ডাটা এন্ট্রির অভিজ্ঞতা থাকতে হবে। তিনি জানান, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে যে ৬,০৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়ােগ। করা হবে তাদের সাম্মানিক ভাতা মাসিক ১১ হাজার টাকা এবং শিক্ষাগত যােগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ। সাম্মানিক ভাতা প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকারের বার্ষিক ৮২ কোটি টাকা। ব্যয় হবে বলে তথ্যমন্ত্রী জানান। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরের অধীনে ৮ জন ফুড সেফটি। অফিসার নিয়ােগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়ােগ এখন থেকে কম্বাইন্ড কম্পিটেটিভ পরীক্ষার মাধ্যমে করার সিদ্ধান্ত। আজকের মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে। আগে পূর্ত দপ্তর সহ বিভিন্ন দপ্তরের

ইঞ্জিনিয়ারদের ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মাধ্যমে নিয়ােগ করা হতাে। তিনি জানান, ত্রিপুরা। | হেলথ সার্ভিসের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার ক্যাডারের সংখ্যা ১,৪৮০ থেকে বাড়িয়ে ২, ১৭০ করা হয়েছে। পাশাপাশি এই সংখ্যাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। বর্ধিত ৬৯০টি মেডিক্যাল অফিসার ক্যাডারের মধ্য থেকে স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট এই দুটি স্ট্রাকচারে মেডিক্যাল অফিসার নিয়ােগ করা হবে। এরমধ্যে স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়ােগের ক্ষেত্রে এমডি । এমএস অথবা ডিএনবি যােগ্যতা থাকতে হবে এবং সুপার স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার নিয়ােগের ক্ষেত্রে ডিএম অথবা এমসিএইচ যােগ্যতা থাকতে হবে। তিনি জানান, স্বাস্থ্য দপ্তরে গ্রুপ বি, গ্রপ সি এবং গ্রুপ ডি’র বিভিন্ন টেকনিক্যাল পদে নিয়ােগের জন্য আজ মন্ত্রিসভার বৈঠকে ৬ সদস্য বিশিষ্ট হেলথ সিলেকশন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হবেন স্বাস্থ্য দপ্তরের সচিব এবং জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা।

তথ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে জানান, গর্ভবতী মায়েদের পুষ্টিকর খাবারের প্যাকেট প্রদানের লক্ষ্যে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ২৪টি আইসিডিএস প্রকল্পকে পাইলট প্রজেক্ট হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিন মাসের জন্য এই পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে। তাতে রাজ্য সরকারের ৬ কোটি টাকা ব্যয় হবে। গর্ভবতী মায়েরা যারা পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত ছিল তাদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে তথ্যমন্ত্রী সাংবাদিকদের জানান।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.