Share Whatsapp

রাজ্যে পিএম শ্রী প্রকল্পে ১৫৬টি স্কুলকে মডেল স্কুল হিসেবে চিহ্নিত করা হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২০, : কেন্দ্রীয় সরকারের পিএম শ্রী প্রকল্পে সারা রাজ্যে ১৫৬টি স্কুলকে মডেল স্কুল হিসেবে চিহ্নিত করা হবে। ১৯ অক্টোবর সন্ধ্যায় সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা জানান। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের ৫৮টি ব্লক এবং ২০টি আরবান লােকাল বডি থেকে দুটি করে স্কুল এই প্রকল্পে চিহ্নিত করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় মােট বাজেট রয়েছে ২৭ হাজার ৩৬০ কোটি টাকা। সারা দেশ থেকে মােট ১৪ হাজার ৫০০টি স্কুলকে এই প্রকল্পে মডেল স্কুল হিসেবে বাছাই করা হবে। শিক্ষামন্ত্রী জানান, খুব শীঘ্রই রাজ্যে এই স্কুলগুলি চিহ্নিতকরণের কাজ শেষ করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষন পরিবেশের মান আরও বাড়বে বলে শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের আরও ৩৬টি বিদ্যালয়ে চাকমা ভাষা চালু করা হবে। এরমধ্যে মাধ্যমিক বিদ্যালয় ২টি, উচ্চমাধ্যমিক বিদ্যালয় ২টি, বুনিয়াদি বিদ্যালয় ৬টি এবং নিম বুনিয়াদি বিদ্যালয় ২৬টি। তিনি জানান, আগে ৮৭টি বিদ্যালয়ে চাকমা ভাষা চালু ছিল। এখন আরও ৩৬টি বিদ্যালয়ে চালু করা হবে। শিক্ষামন্ত্রী জানান, আজ সারা রাজ্যের স্কুলগুলি মিলিয়ে আরও ১৭৯ জন শিক্ষককে স্নাতকোত্তর শিক্ষক হিসেবে পােস্টিং দেওয়া হয়েছে। এরমধ্যে ইকোনমিক্সে ৪৩ জন, সােসিওলজিতে ৪৬ জন, সাইকোলজিতে ৪১ জন এবং জিওগ্রাফিতে ৪৯ জন। তিনি আরও জানান, টেট ওয়ান অস্নাতক স্তরে ২৫৬ জনকে অফার দেওয়া হয়। এরমধ্যে ১৯৬ জন অফার জমা দিয়েছে। তিনি জানান, টেট টু, স্নাতক স্তরে ২৫৮ জনকে অফার দেওয়া হয়। এরমধ্যে ২৪৭ জন অফার জমা দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এছাড়াও বিদ্যালয় শিক্ষা দপ্তরে শূন্যপদ পূরণের জন্য ইতিমধ্যেই টিআরবিটির মাধ্যমে ৩, ১০৮টি পদ পূরণের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরমধ্যে টেট ওয়ানের জন্য রয়েছে ৭৫৭টি শূন্যপদ এবং টেট টুর জন্য রয়েছে ২,৩৫১টি শূন্যপদ। এগুলি ছাড়াও টিআরবিটি আরও ৬০টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞাপন দিয়েছে।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.