Share Whatsapp

প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পে ত্রিপুরা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ২০, : প্রধানমন্ত্রী আবাস যােজনা-শহর প্রকল্পে সর্বভারতীয়স্তরে পুরস্কৃত হলাে ত্রিপুরা। ১৯ অক্টোবর গুজরাটের রাজকোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি ত্রিপুরার নগর উন্নয়ন দফতরের সচিব কিরণ গিত্যের হাতে এই পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, রাজ্যের ২০টি পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাসন যােজনা-শহর প্রকল্পে ছয়টি ডিপিআর অনুসারে মােট ৮৭,২২৬টি বাড়ি নির্মাণের অনুমােদন দেওয়া হয়। এরমধ্যে ৭০,৬৪০টি বাড়ির নির্মাণ কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫৩,৩০২টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। অবশিষ্ট ৩৩,৯২৪টি বাড়ি নির্মাণের কাজ ৩১ মার্চ, ২০২৩ এর মধ্যে শেষ হবে।

রাজ্যের পুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যােজনা-শহর প্রকল্পে বাড়ি নির্মাণের ক্ষেত্রে এই সাফল্যের জন্য ভারত সরকারের কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যােজনা-শহর প্রকল্পে সেরা বাস্তবায়নকারী রাজ্য হিসাবে ত্রিপুরাকে অন্য চার রাজ্যের সাথে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। এই প্রকল্পে পুরস্কৃত অপর চারটি রাজ্য হলাে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ু।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.