Share Whatsapp

রাজ্য সরকার আয়ােজিত এবছরের মায়ের গমন অনুষ্ঠান ঐতিহাসিক রূপ পেয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১৫, : শারদীয় দুর্গোৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্য সরকার আইন শৃঙ্খলা বজায় রাখার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছিল। ফলে এবছর কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। পাশাপাশি পূজা উদ্যোক্তা বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থাগুলিও সরকারের আহ্বানে সাড়া দিয়ে সুশৃঙ্খলভাবে পূজার আয়ােজন করেছে। ১৪ অক্টোবর অরুন্ধতীনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে আগরতলা পুরনিগমের ৩৯ নং ওয়ার্ড আয়ােজিত শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক প্রথম শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার আয়ােজিত এবছরের মায়ের গমন অনুষ্ঠান ঐতিহাসিক রূপ পেয়েছে। এই ধরনের কার্নিভাল রাজ্যে আগে কখনও আয়ােজিত হয়নি। আগামী বছর দূর্গাপূজা কার্নিভাল দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবেন বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার মানুষের কথা বলা ও সুন্দরভাবে চলাফেরার অধিকার সুরক্ষিত রাখার উপর গুরুত্ব দিয়ে কাজ করছে। জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কল্যাণেই সরকার কাজ করে যাচ্ছে। কোভিড অতিমারীর সময় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগ রাজ্যবাসী প্রত্যক্ষ করেছেন। রাজ্যের জনগণকে পাশে রেখেই প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে রাজ্য সরকার কোভিড অতিমারী দৃঢ়ভাবে মােকাবিলা করেছে। কোভিড টিকাকরণেও ত্রিপুরা দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় প্রশংসনীয় স্থান অর্জন করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুরনিগমের ৩৯ নং ওয়ার্ড এবছর শারদ সম্মাননা প্রদানের যে আয়ােজন করেছে তা নিয়ে আগামীদিনে এই দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে নিশ্চয়ই সুষ্ঠু প্রতিযােগিতা শুরু হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, এবারের দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সুন্দর ব্যবস্থাপনার ফলে কোনও ধরনের দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব সম্পন্ন হয়েছে। সরকারিভাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং আগরতলা পুরনিগমের শারদ সম্মেলনের আয়ােজনের ফলে এবারের দুর্গাপূজা আরও আকর্ষণীয় হয়ে উঠেছিল। সরকারি ব্যবস্থাপনাকে সুন্দর ও সুষ্ঠুরূপ দেওয়ার জন্য ক্লাবগুলিও অন্যতম ভূমিকা নিয়েছে।

শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ স্মরণিকা, সুশৃঙ্খল পূজার আয়ােজন, শ্রেষ্ঠ পরিবেশ সচেতনতামূলক প্রচার, বাৎসরিক সামাজিক কাজের অঙ্গীকার, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ মন্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, সর্বশ্রেষ্ঠ পূজা ইত্যাদি বিষয়ে শহর দক্ষিণাঞ্চলের ২২টি ক্লাবকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপক ক্লাবগুলির কর্মকর্তাদের হাতে পুরস্কারগুলি তুলে দেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সহ অনুষ্ঠানের অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ৩৯ নং ওয়ার্ডের কর্পোরেটর অলক রায়, আগরতলা পুরনিগমের দক্ষিণ জোনের অ্যাসিস্টেন্ট কমিশনার রাজীব দেববর্মা প্রমুখ।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.