Share Whatsapp

রাজ্য সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি দুটি যাত্রীবাহী ট্রেনের সুচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, ১৪ , : রাজ্য সফরের দ্বিতীয় দিনে ১৩ অক্টোবর সকালে আগরতলা রেল স্টেশন থেকে ১২০৯৭/ ১২০৯৮ নম্বর আগরতলা-জিরিবাম -আগরতলা জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের মণিপুরের খােংসাং পর্যন্ত সম্প্রসারিত এবং ০২৫১৮/০২৫১৭ নম্বর গুয়াহাটি -কলকাতা -গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের আগরতলা পর্যন্ত সম্প্রসারিত দুটি যাত্রীবাহী ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করেন। আগরতলা রেল স্টেশনে আয়ােজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ণ প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক মিমি মজুমদার, রাজ্যের মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ। অনুষ্ঠানে নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার আনসুল গুপ্তা রাষ্ট্রপতিকে রাজ্যের ঐতিহ্যবাহী রিসা পরিয়ে দেন ও তাঁর হাতে একটি স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠান পর্বের শুরুতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম জনশতাব্দী এক্সপ্রেস ট্রেনের ভিস্টাডােম কোচটি ঘুরে দেখেন। তাছাড়াও অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.