Hare to Whatsapp
১০৩২৩ শিক্ষকদের পুনর্বহালঃ রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে আবেদনের রাস্তা সঠিক নয়ঃ বিধানসভায় জানালেন মন্ত্রী এন সি দেববর্মা ও বিধায়ক সুদীপ রায় বর্মন
By Our Correspondent
আগরতলা, মার্চ ২৪, : ১০৩২৩ শিক্ষকদের চাকুরীতে পুনর্বহাল রাখতে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ যে পথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাতে এক মত নন বিজেপি সরকারের মন্ত্রী এন সি দেববর্মা, প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন। দুই বিধানসভার সদস্যই গতকাল বিজেপি সরকারের সুপ্রিম কোর্ট এর মাধ্যমে ১০৩২৩ জন শিক্ষককে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অশিক্ষক পদে নিয়োগ করার যে উদ্দ্যোগ নিয়েছেন তা পুন বিবেচনার আর্জি পেশ করেছেন বিধানসভায়।
রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী রতন নাথ বিধানসভায় জানান, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ১০৩২৩ জন শিক্ষককে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে নিয়োগের জন্যে সুপ্রিম কোর্টে ইন্টার লোকেটারী এপ্লিকেশন পেশ করবে। সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদনে সবুজ সঙ্কেত দিলে ১০৩২৩ জন শিক্ষককে রাজ্যের বিভিন্ন সরকারী দপ্তরে নন টেকনিক্যাল গ্রুপ ডি ও সি-র এসব পদে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও শিক্ষামন্ত্রীর এই উদ্দ্যোগে বিধানসভায় সহমত পোষন করেন। এর পরই মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর এই উদ্দ্যোগের বিরোধীতা করে মন্ত্রী এন সি দেববর্মা জানান রাজ্য শিক্ষা দপ্তরের এই উদ্দ্যোগ ফলপ্রসূ নাও হতে পারে। তিনি বিকল্প কিছু চিন্তা করার অনুরোধ জানান যাতে সত্যিকারে অর্থেই এসব শিক্ষকদের চাকুরীতে রাখা যায়। তার মতে, রাজ্য মন্ত্রিসভাই এদের ব্যাপারে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারে। এবং সরকারকে সেটাই করা উচিৎ বলে মন্ত্রী এন সি দেববর্মা জানান।
এর আগে গতকাল বিধানসভা অধিবেশনে প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন জানান, সুপ্রীম কোর্টে ইন্টার লোকেটারী এপ্লিকেশন না দিয়ে ১০৩২৩ শিক্ষকের চাকুরী বাঁচাতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে তাদের চাকুরীর মেয়াদ আরও এক বছর এক্সটেনশন চাক। এবং এই সময়ের মধ্যে তাদের জন্যে বিকল্প কোন চিন্তা করা হোক। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে চুড়ান্ত রায় দিয়েছিল তার মধ্যেও ১০৩২৩ শিক্ষকদের চাকুরীতে বহাল রাখার একাধিক রাস্তা রয়েছে বলে সুদীপ রায় বর্মন জানান।
এপ্রসঙ্গে পরে ভাষন দিতে উঠে শিক্ষামন্ত্রী জানান, বিষয়টি স্পর্শকাতর। সময় ও কম। তাই ৩১ মার্চ এর মধ্যে যাতে কিছু একটা করা যায় এলক্ষ্যে রাজ্য মন্ত্রীসভায় বিষয়টা নিয়ে ফের একবার আলোচনা করা যেতে পারে বলে তিনি জানান।