Hare to Whatsapp
আগরতলা থেকে গুয়াহাটি, কোলকাতা ও মনিপুরের সাথে দুইটি নতুন রেলের শুভ সূচনা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ১৩, : মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর হাত ধরে আজ সকালে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় নয়া দিগন্ত উন্মোচিত হল। আজ আগরতলা রেল স্টেশনে যাত্রার সূচনা করা হলো দুটি যাত্রীবাহী নতুন ট্রেনের। এরমধ্যে একটি আগরতলা - গৌহাটি -কোলকাতা স্পেশাল এক্সপ্রেস এবং অপরটি জনশতাব্দী এক্সপ্রেস, যেটি চলবে আগরতলা থেকে মনিপুরের খোঙসাং পর্যন্ত ।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন মুখ্যমন্ত্রী, উপ মুখ্যমন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতি ত্রিপুরা, মন্ত্রী প্রনজিত সিংহ প্রমুখ। আজকের অনুষ্ঠানেও রাজ্য সভার সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব-কে দেখা যায়নি।
রেল সূত্রে জানাগেছে, আজ থেকেই এই দুটি রেল পরিষেবা শুরু হবে। এই দুটি ট্রেন পরিষেবার মাধ্যমে রাজ্যের আপামর জনসাধারণ উপকৃত হবেন এবং উত্তর-পূর্ব ভারতে পর্যটকদের যাতায়াত আরো বৃদ্ধি পাবে বলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবী করেন কেন্দ্রের মন্ত্রী প্রতিমা ভৌমিক।