Hare to Whatsapp

রাজ্য সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১২, : আজ দু’দিনের রাজ্য সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম বিকাল সাড়ে তিনটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে ভার্চুয়ালি আগরতলার ক্যাপিট্যাল কমপ্লেক্সে এম এল এ হােস্টেলের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি যেসমস্ত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলি হচ্ছে মনপই-দামছড়া সড়কের উন্নয়ন, তীর্থমুখ হয়ে যতনবাড়ি মন্দিরঘাট সড়কের উন্নয়ন, পুষ্পবন্ত প্রাসাদে মহারাজা বীরেন্দ্র কিশাের মাণিক্য মিউজিয়াম এন্ড কালচারাল সেন্টার, দরবার হল ও সংশ্লিষ্ট ভবন, গােখাবস্তিতে একটি বহুতল ভবন, ত্রিপুরার বিভিন্ন স্থানে ৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিকাঠামাে উন্নয়ন, ১০০ আসন বিশিষ্ট ৯টি বয়েজ / গার্লস হােস্টেল এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনােলজি আগরতলা। তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সত্যদেও নারাইন আর্য, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা ও উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.