Share Whatsapp

ভারতীয় রেল রাজ্যে রেল পরিষেবার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার

নিজস্ব প্রতিবেদন

আগরতলা, অক্টোম্বর ১২, : ভারতীয় রেল রাজ্যে রেল পরিষেবার উন্নয়নে রেল লাইন ও রেল স্টেশনের পরিকাঠামাে উন্নয়ন, রেলে মাল পরিবহণ, নতুন নতুন ট্রেন চালুর পদক্ষেপ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে কলকাতা-গুয়াহাটির মধ্যে যে ০২৫১৮/০২৫১৭ ট্রেনটি চলত ঐ ট্রেনের পরিষেবা আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে। ১১ অক্টোবর বাধারঘাটস্থিত আগরতলা রেল স্টেশনে এক সাংবাদিক সম্মেলনে এন এফ রেলওয়ের ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার জে এস লকরা একথা জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, এই ট্রেনে সন্ধ্যায় গুয়াহাটি থেকে উঠলে সকালে আগরতলা পৌছানাে যাবে। অন্যদিকে সম্প্রতি চালু হওয়া আগরতলা ও মণিপুরের জিরিবামের মধ্যে যে জন শতাব্দী ট্রেনটি চলছে ঐ ট্রেনটির পরিষেবা সম্প্রসারিত করা হবে মণিপুরের থঙসাঙ পর্যন্ত অর্থাৎ অতিরিক্ত ৫৫ কিমি চলবে এই ট্রেনটি। এই ট্রেনটি ৬ ঘন্টায় মােট ৩০০ কিমি পথ চলবে। তাছাড়া এই ট্রেনটিতে সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি নতুন এল এইচ বি রেক এবং পর্যটনের বিকাশে একটি ভিস্টাডােম কোচও জুড়ে দেওয়া হচ্ছে।

সাংবাদিক সম্মেলনে রেলওয়ের ডিভিশন্যাল ম্যানেজার আরও জানান যে, লামডিং-বদরপুরের মধ্যে লংকা-চন্দ্রনাথপুর হয়ে আরও একটি রেল লাইনের সমীক্ষার কাজ ২০২৩ মার্চ-এর মধ্যে শেষ হবে। লামডিং-আগরতলা লাইনের ইলেকট্রিফিকেশনের কাজও ডিসেম্বর, ২০২৩ এর মধ্যে শেষ হবে। ধর্মনগর -পেচারথল- কমলপুর -খােয়াই- আগরতলা- বিলােনীয়া লাইনের সমীক্ষার কাজ শেষ হয়েছে। এই লাইনের মােট দৈর্ঘ্য হবে ১৭৮.৭২ কিমি। আগরতলা রেল স্টেশনটিকে বিশ্বমানের রেল স্টেশনে উন্নীত করতে সমীক্ষার কাজ চলছে। আগরতলা রেল স্টেশনে দু’টি চলমান সিড়ি নির্মাণ করা হচ্ছে। সিড়ি তৈরীর কাজ এবছর নভেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। ধর্মনগর স্টেশনেও দু’টি চলমান সিড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে।

সাংবাদিক সম্মেলনে ডিভিশন্যাল রেলওয়ে ম্যানেজার আরও জানান, ‘ওয়ান স্টেশন, ওয়ান প্রডাক্ট প্রকল্পের আওতায় আগরতলা রেল স্টেশনে দু’টি মডুলার স্টল বসানাে হয়েছে যেখানে ত্রিপুরার শিল্প সামগ্রী বিক্রি করা হবে। শীঘ্রই উদয়পুর, বিলােনীয়া, সাব্রুম, আমবাসা, কুমারঘাট ও ধর্মনগর স্টেশনেও মডুলার স্টল চালু করা হবে। এন এফ রেলওয়ের ডিভিশন্যাল ম্যানেজার ত্রিপুরার হস্তকারু শিল্পীদের এই সুযােগ গ্রহণ করতে আহ্বান জানান। তিনি বলেন, পেইড পার্কিং পে এন্ড ইউজ টয়লেট, বিজ্ঞাপন ইত্যাদির বাণিজ্যিক ব্যবহারের জন্য ই-নিলাম ব্যবস্থা চালু করা হয়েছে ত্রিপুরার বিভিন্ন রেল স্টেশনে। মাল পরিবহণের সুবিধার্থেও সেকেরকোট এবং আগরতলায় গুডস টার্মিনাল এবং আগরতলায় অতিরিক্ত গুডস লাইন বসানাের প্রক্রিয়া শুরু হয়েছে। রেলওয়ে ব্যবসায়ীদের সাথে যােগাযােগ রেখে চলেছে যাতে পার্সেল ট্রেনের সুবিধা দিয়ে রাবার, কাঠ, আনারস, কাঁঠাল ও এই অঞ্চলের অন্যান্য পণ্য সামগ্রী বাইরে পাঠানাে যায়। তেমনি আন্তর্জাতিক যােগাযােগ ব্যবস্থার উন্নয়নে আগরতলা-আখাউড়া রেল লাইনের কাজও আগামী ৪-৫ মাসের মধ্যে শেষ হবে বলে জানান তিনি।


You can post your comments below  
নিচে আপনি আপনার মন্তব্য বাংলাতেও লিখতে পারেন।  
বিঃ দ্রঃ
আপনার মন্তব্য বা কমেন্ট ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই লিখতে পারেন। বাংলায় কোন মন্তব্য লিখতে হলে কোন ইউনিকোড বাংলা ফন্টেই লিখতে হবে যেমন আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড (Avro Keyboard)। আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ডের সাহায্যে মাক্রোসফট্ ওয়ার্ডে (Microsoft Word) টাইপ করে সেখান থেকে কপি করে কমেন্ট বা মন্তব্য বক্সে পেস্ট করতে পারেন। আপনার কম্পিউটারে আমার বাংলা কিংবা অভ্রো কী-বোর্ড বাংলা সফ্টওয়ার না থাকলে নিম্নে দেয়া লিঙ্কে (Link) ক্লিক করে ফ্রিতে ডাওনলোড করে নিতে পারেন।
 
Free Download Avro Keyboard  
Name *  
Email *  
Address  
Comments *  
 
 
Posted comments
Till now no approved comments is available.