Hare to Whatsapp
সরকার রাজ্যের চিরন্তন সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নিয়েছে : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৮, : দ্বাদশীর সন্ধ্যায় ৭ অক্টোবর আগরতলা শহর প্রত্যক্ষ করল এক বর্ণময় আনন্দযাত্রা। মায়ের গমন-২০২২ উপলক্ষে বিভিন্ন ক্লাবের দুর্গা প্রতিমার বিসর্জনে মেতে উঠল শহর আগরতলা। ঢাকের বাজনা, জনজাতি নৃত্য ও লােকনৃত্যের উচ্ছাসে মুখরিত হল ঐতিহ্যের এই শহর। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীকে স্মরণীয় করে রাখতে মায়ের গমন অনুষ্ঠানের আয়ােজন করা হয়। ৭ অক্টোবর সন্ধ্যায় আগরতলা সিটি সেন্টারের সামনে মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা।
মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করে মুখ্যমন্ত্রী (ডা) মানিক সাহা বলেন, কোভিড অতিমারীর কারণে বিগত দু’বছর দুর্গাপূজার বিজয়া দশমীর বিসর্জন সেভাবে আকর্ষণীয় হয়ে উঠেনি। এবার তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দুর্গাপূজার বিসর্জন উপলক্ষে মায়ের গমন অনুষ্ঠানের আয়ােজন করা হয়। সুষ্ঠুভাবে আগরতলার ক্লাবগুলির প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার রাজ্যের চিরন্তন সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াস নিয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সরকারের চিন্তাভাবনাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যষ্ণু দেববর্মা বলেন, দুর্গাপূজা রাজ্যের একটি ঐতিহ্যবাহী উৎসব। জাতপাত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করে দুর্গা মায়ের নিকট সুন্দর ও সমৃদ্ধশালী সমাজের প্রার্থনা করেন। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, রাজ্যের উৎসবের মেজাজকে আরও সুদৃঢ় করতে ‘মায়ের গমন’ অনুষ্ঠানের আয়ােজন। একটা প্রতিযােগিতামূলক মানসিকতা নিয়ে এই অনুষ্ঠানের আয়ােজন করা হয়েছে। তিনি বলেন, বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনকে স্মরণীয় করে রাখাই এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। আগামী দিনে আগরতলা শহর ছাড়াও জেলা ও মহকুমা শহরেও এ ধরণের অনুষ্ঠানের আয়ােজন করা হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রী এধরণের অনুষ্ঠান আয়ােজনে আগরতলা পুরনিগম, আরক্ষা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর যেভাবে সহযােগিতা করেছে তার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, এডিজিপি সৌরভ ত্রিপাঠি, ওএনজিসি’র অ্যাসেট ম্যানেজার তরুণ মালিক, আগরতলা পুরনিগমের কমিশনার ডা. শৈলেশ কুমার যাদব, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লােধ, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পিকে চক্রবর্তী৷ উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার শিল্পীগণ মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। মায়ের গমন অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবকে শংসাপত্র দেওয়া হয়েছে। তাছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে।