Hare to Whatsapp
২১শে অক্টোবর রাজধানীর বিবেকানন্দ ময়দানে সুবিশাল বাম সমাবেশের আয়োজন করা হচ্ছে, আসছেন সীতারাম
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ৭, : ২০২৩'এ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী 21 অক্টোবর সিপিএম রাজধানীর বিবেকানন্দ ময়দানে বিশাল সমাবেশ করার সিদ্ধান্ত নিল। সমাবেশে সীতারাম ইযেচুরি উপস্থিত থাকবেন। সিপিএম অনেক আগে থেকেই ঘর গুছিয়ে জনগণকে দলের পক্ষে অনুগত করতে চাইছেন।
বামফ্রন্টের পক্ষে গােটা রাজ্যে জনগণের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে বিজেপি’র বিরুদ্ধে সুর চড়া করা হচ্ছে। শত আক্রমণের মুখেও আন্দোলন সংগঠিত করছে এবং প্রতিটি মিছিল, মিটিংয়ে নতুন মুখ বিশেষ করে যুবশক্তির সমাগম ঘটছে। তাতে শাসক দল নিশ্চিত নয় লড়াই এবার সহজ হবে! গ্রাম থেকে শহর, জেলা। থেকে ব্লক, মহকুমা থেকে পঞ্চায়েত সর্বত্র সি পি আই এম নেতৃত্ব সরকারের নেতিবাচক দিক গুলােকে তুলে ধরছে। এবং ব্যাপক মানুষের সাড়া পাচ্ছে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত ২০২৩’র লড়াই হবে পরিবর্তনের জন্য। আর প্রধান ইসু হতে যাচ্ছে অর্জিত অধিকার আদায়, ভূলুষ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার, বেকার সমস্যা সমাধান, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ করার জন্য। চাকরিচ্যুত ১০৩২৩ অসহায় শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ভিশন ডকুমেন্টে জুমলাবাজী, বিধানসভা অভিযান করতে গিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হওয়া শিক্ষক শিক্ষিকারাও এবার কিন্তু অন্য কথা ভাবছেন। তাই লড়াই হবে সমানে সমানে। সি পি আই এম রাজ্য সম্পাদকের ভাষায় মানুষ জাগছে। সমস্ত অবিজেপি ধর্মনিরপেক্ষ শক্তিগুলােকে একমঞ্চে এসে লড়াইয়েরও ডাক দিয়েছেন তিনি।