Hare to Whatsapp
সরকার ও জনগণের মধ্যে যােগসূত্র তৈরী করার কাজ করে থাকে সংবাদমাধ্যম :মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, অক্টোম্বর ২, : সরকার ও জনগণের মধ্যে যােগসূত্র তৈরী করার কাজটি করে থাকে সংবাদ মাধ্যম। রাজ্য সরকার জনকল্যাণে যে সমস্ত উন্নয়নমূলক কাজ করছে তা জনগণের কাছে তুলে ধরার দায়িত্বও সংবাদমাধ্যম পালন করে যাচ্ছে। ১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় বলেন, সংবাদ মাধ্যম হল সমাজের দর্পণ। সমাজের বিভিন্ন বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরেন সাংবাদিকরা।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়াও সংবাদমাধ্যমের অন্যতম দায়িত্ব।তবে তা হতে হবে ইতিবাচক দৃষ্টিভঙ্গীতে। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে। সরকারের এই উদ্যোগের সফল বাস্তবায়নে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন,বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের আর্থসামাজিক অবস্থার মানােন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। জনগণের প্রতি রাজ্য সরকারের এই দৃষ্টিভঙ্গি সংবাদমাধ্যমে অবশ্যই তুলে ধরা প্রয়ােজন। পাশাপাশি সুশাসনের অঙ্গ হিসেবে রাজ্য সরকার যে সমস্ত উদ্যোগ নিয়েছে সেগুলিও মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার হল সংবাদপত্র বান্ধব।সাংবাদিকদের কল্যাণে সরকার বিভিন্ন ব্যবস্থা ইতিমধ্যেই কার্যকর করেছে।আগামীদিনেও সরকার সংবাদমাধ্যমের পাশে থেকে সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে।মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও জনকল্যাণে সম্প্রতি বিভিন্ন ঘােষণা দিয়ে রাজ্য সরকার কাজ করছে।জনগণের কল্যাণে সরকারের পাশে থেকে সাংবাদিকদের ভয়মুক্ত পরিবেশে কাজ করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। শারদীয় দূর্গাপূজার কয়েকটা দিন আনন্দে কাটানাের পাশাপাশি আইন শৃঙ্খলার যাতে কোনাে ধরণের ব্যাঘাত না ঘটে সে বিষয়েও সকলকে সচেতন থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।