Hare to Whatsapp
রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৩০, : শিক্ষা সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে। মানুষ বুঝে গেছে যে শিক্ষা মানে মুক্তি, শিক্ষা মানে জীবন, শিক্ষা মানে স্বপ্ন, শিক্ষা মানে বিকাশ। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলাের দিকে নিয়ে যায়। ২৯ সেপ্টেম্বর পানিসাগর মহকুমার রৌয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। উল্লেখ্য, এবছর থেকেই মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হবে। মহাবিদ্যালয়ে কলা বিভাগে বিভিন্ন বিষয়ে ১০০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। এখন পর্যন্ত প্রথমবর্ষে ৫২ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩২ লক্ষ ৫৭ হাজার টাকা।
মহাবিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তােলার লক্ষ্যে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। রাজ্যে গুণগত শিক্ষার প্রসার ও শিক্ষার পরিকাঠামাে উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে ট্রিপল আইটি স্থাপন, জাতীয় ফরেনসিক ইউনিভারসিটি, জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ইংরেজী মাধ্যম সরকারি মহাবিদ্যালয়, রাজ্যের ৫টি সরকারি মহাবিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রী কোর্স চালু করা রাজ্যের শিক্ষাক্ষেত্রে উল্লেখযােগ্য ঘটনা।
অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন, রাজ্যে গুণগত শিক্ষার প্রসারে সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে এবছর থেকে বাংলা ও ইংরেজী বিষয়ে মাস্টার ডিগ্রী কোর্স চালু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিধায়ক বিনয়ভূষণ দাস। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি ভবতােষ দাস, বিধায়ক মলিনা দেবনাথ, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, পানিসাগর মহকুমার মহকুমা শাসক রজত পন্থ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানিসাগর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সৌভিক বাগচী।