Hare to Whatsapp
রাজ্যের প্রান্তিক জনপদে সরকারি প্রকল্পের সুযােগ পৌছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য : মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ৩০, : রাজ্যের প্রান্তিক জনপদের অন্তিম ব্যক্তির কাছেও সরকারি প্রকল্পের সুযােগ পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যেই রাজ্যে প্রতি ঘরে সুশাসন অভিযান কর্মসূচির সূচনা হয়েছে। এই অভিযানে রাজ্যের জনগণের কাছে সরকারি প্রকল্প ও পরিষেবার সুযােগ পৌছে দেওয়া হবে। ২৯ সেপ্টেম্বর লালজুরি ব্লকের গােপালপুরশিবনগর সড়কে দেও নদীর উপর নবনির্মিত পাকা সেতুর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা, এমডিসি শৈলেন্দ্র নাথ, টিআইডিসির চেয়ারম্যান টিংকু রায়, লালজুরি ব্লকের বিএসি চেয়ারম্যান অজয়ন্ত চৌধুরী ও পূর্ত দপ্তরের পদস্থ আধিকারিকগণ। উল্লেখ্য, দেও নদীর উপর এই পাকা সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ ৯৭ হাজার ২৮০ টাকা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির নির্দেশে রাজ্য সরকার জনকল্যাণে কাজ করছে। সরকার সব সময়ই জনকল্যাণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের যােগাযােগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে পরিকল্পনা রূপায়ণে সরকারের সাফল্য কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি পেয়েছে। রাজ্যে মহিলাদের স্বশক্তিকরণেও প্রয়াস নিয়েছে সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। এই দিশাতেই আমরা এগিয়ে যাচ্ছি। বিগত সরকারের আমলে রাজ্যে উন্নয়ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত করছে। রাজ্যে অসময়ে বৃষ্টি হওয়াতে কৃষকদের উৎপাদিত ফসল নষ্ট হয়েছিল। গতকাল রাজ্যের ক্ষতিগ্রস্ত ৪১ হাজার ৫৮১ জন কৃষককে ৭ কোটি ৪০ লক্ষ টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্যের প্রান্তিক মহকুমা কাঞ্চনপুরের গ্রামীণ এলাকাতেও যােগাযােগ ব্যবস্থার উন্নয়নে বর্তমান সরকার আন্তরিক। দেও নদীর উপর পাকা সেতুর উদ্বোধন এই আন্তরিকতারই নিদর্শন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্ত দপ্তরের মুখ্য কার্যনির্বাহী বাস্তুকার রাজীব দেববর্মা।