Hare to Whatsapp
সুশৃঙ্খল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৯, : সুশৃঙ্খল মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই রাজ্যে শিক্ষার সুযােগ সম্প্রসারণে সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে। পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের উদ্বোধন তারই একটি অন্যতম দৃষ্টান্ত। ২৮ সেপ্টেম্বর পুরাতন আগরতলা ব্লকে তুলাকোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবগঠিত পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন। নবগঠিত এই মহাবিদ্যালয়ের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। উল্লেখ্য, এবছর থেকেই এই মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের পঠনপাঠন শুরু হবে। এই মহাবিদ্যালয়ে ৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। পাঁচ একর জমিতে এই মহাবিদ্যালয়টি গড়ে তােলা হয়েছে। বর্তমানে ১১টি শ্রেণীকক্ষ রয়েছে। মহাবিদ্যালয়ের নবনির্মিত ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৮৩ লক্ষ টাকা।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ- এই লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যে শিক্ষা পরিকাঠামাের উন্নয়ন ও গুণগত শিক্ষার প্রসারে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করা হয়েছে। ছাত্রছাত্রীদের ইংরেজী ভাষায় দক্ষ করে তুলতে রাজ্যের ১৪৮টি বিদ্যালয়কে ইংরেজী মাধ্যম বিদ্যালয়ে উন্নীত করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, এলাকাবাসীর দাবিকে গুরুত্ব দিয়ে আগামী বছর তুলাকোনা উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে উন্নীত করা হবে। দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে উন্নীত হয়ে এলাকার ছেলে মেয়েরা নবগঠিত পুরাতন আগরতলা সরকারি মহাবিদ্যালয়েই পড়ার সুযােগ পাবে।
মহাবিদ্যালয়ের উদ্বোধন করে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী বলেন, মানুষের ভিতরের সুপ্ত প্রতিভা বিকাশের একমাত্র পথ হচ্ছে শিক্ষা। স্বামী বিবেকানন্দ একথা বলে গিয়েছেন। রাজ্য সরকার শিক্ষার প্রসার ও গুগণত শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। এই লক্ষ্যেই আজ তুলাকোনার মত গ্রামীণ এলাকায় একটি মহাবিদ্যালয় গড়ে তােলা হয়েছে। এটা এই অঞ্চলের মানুষের কাছে গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন এই মহাবিদ্যালয় থেকে আগামী দিনে মেধাবী ছাত্রছাত্রীরা বেড়িয়ে আসবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল ও শিক্ষা দপ্তরের সচিব শরদিন্দু চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ভবতােষ সাহা, উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা, সমাজসেবী অমিত কুমার নন্দী প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. রতন মজুমদার। ধন্যবাদ জ্ঞাপন করেন মহাবিদ্যালয়ের সহযােগী অধ্যাপিকা সুমনা দাস। অনুষ্ঠানে তুলাকোনা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।