Hare to Whatsapp
রাজ্যে ই-ফাইলিং ৩.০ পাের্টাল চালু
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৯, : ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতির অনুমােদনক্রমে ই-কোর্ট প্রকল্পের আইসিটি ভারপ্রাপ্ত বিচারপতির সুপারিশে ২৮ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হয়েছে ‘ই-ফাইলিং ৩.০ পাের্টাল’। জেলাস্তরের বিচার ব্যবস্থায় নির্দিষ্ট মামলার ক্ষেত্রে অনলাইনে মামলা দায়ের থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ই-ওয়ালেট, ইউপিআই ইত্যাদির মাধ্যমে কোর্ট ফি প্রদানের সুবিধার্থে এই পাের্টাল চালু করা হয়েছে। পাের্টালটি তৈরী করেছে সপ্রিম কোর্টের ই-কমিটি। https://filing.ecourts.gov.in এ গিয়ে আইনজীবী ও নাগরিকগণ ই-ফাইলিং করতে পারবেন।
২৮ সেপ্টেম্বর ত্রিপুরা হাই কোর্টের প্রধান বিচারপতি হাই কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটির ওয়েবসাইটটির উদ্বোধন করেন। বাদী পক্ষ ও আইনী পরিষেবা গ্রহীতাদের হাই কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটি সম্পর্কে তথ্য সরবরাহের উদ্দেশ্যে এই ওয়েবসাইট চালু করা হয়েছে। তিনি আজ দেশের যে কোন প্রান্তের সাথে হাই প্রােফাইল ও মাল্টি পয়েন্ট ভিডিও কনফারেন্সিং সুবিধা সম্বলিত একটি ভিডিও কনফারেন্সিং রুমও উদ্বোধন করেন।