Hare to Whatsapp
ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে : পর্যটনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন
আগরতলা, সেপ্টেম্বর ২৮, : প্রাকৃতিক সৌন্দর্যে ত্রিপুরা ভরপুর। একে সঠিকভাবে সবার সামনে তুলে ধরতে পারলে পর্যটন শিল্পের যথাযথ বিকাশ হবে। রাজ্যের বর্তমান সরকার এই লক্ষ্যে কাজ করে চলেছে। ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশ্ব পর্যটন দিবস-২০২২ উপলক্ষে আয়ােজিত এক অনুষ্ঠানের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই কথা বলেন। তিনি বলেন, ত্রিপুরার পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে রাজ্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। এর সুফলও ফলতে শুরু করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে বিদেশী পর্যটক আসার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, কোভিডের কারণে সারা বিশ্বেই পর্যটন শিল্পে একটা বড় আঘাত এসেছিল। একে সামাল দিয়ে এখন সবাই ঘুরে দাঁড়াতে শুরু করেছে। পর্যটনের সঙ্গে যােগাযােগ ব্যবস্থা ওতপ্রােতভাবে জড়িয়ে রয়েছে। গত কয়েক বছরে রাজ্যে যােগাযােগ ব্যবস্থার প্রভূত উন্নতি হওয়ায় পর্যটন শিল্প বিকাশের পথ অনেকটাই সুনিশ্চিত হয়েছে। খুব সহসাই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতি পাচ্ছে। আগামী কিছু দিনের মধ্যেই আগরতলা থেকে চট্টগ্রামের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। এজন্য রাজ্য সরকার ১৫ কোটি টাকা ভর্তুকী দেবে। পর্যটন শিল্পের বিকাশে সহযােগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য তিনি সমগ্র রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন, পর্যটন আগে ছিল বিনােদন, এখন একে আর্থিক মানােন্নয়নের ক্ষেত্র হিসেবে দেখা হচ্ছে। সঠিকভাবে কাজ করার মানসিকতা থাকলে একটা শিল্পের যথাযথ বিকাশ ঘটানাে যায়। রাজ্যের বর্তমান সরকারের অদম্য ইচ্ছায় পর্যটন শিল্পের যে অগ্রগতি ঘটছে তা এই কথাকে আরও জোরালাে ভাবে প্রমাণ করছে। তিনি বলেন, পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে হলে রাজ্যের মানুষকে আরও বেশী করে সহযােগিতার হাত বাড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন দপ্তরের সচিব কিরণ গিত্যে বলেন, কোভিডের পরে উত্তর পূর্বাঞ্চলের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বেশী করে বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরায় যে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা দেশের মধ্যে বিরল। একে যথাযথভাবে কাজে লাগাতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর তড়িৎকান্তি চাকমা। অনুষ্ঠানে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়ােজিত ফটোগ্রাফি প্রতিযােগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরামের সভাপতি পরীক্ষিত দে ও উপদেষ্টা অজিত কুমার পাল। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে একটি মনােজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।